Raj Chakrabarty : ধামাকা এবার দ্বিগুণ, একই বছরে মুক্তি ‘ হাবজি গাবজি’ এবং ‘ধর্ম যুদ্ধ’-র

রিমা শিয়ালী, কলকাতা : বিগত দুবছর ধরে করোনার( covid 19) বাড়বাড়ন্তই বাধা হয়ে দাঁড়িয়েছিল একগুচ্ছ চলচ্চিত্র ( flim)প্রকাশের পথে। একের পর এক অতিমারীর ঢেউ দেশে আছড়ে পড়ায় বন্ধ ছিল সিনেমা হল( cinema hall)। আর করোনা আবহে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি থাকলেও বেশিরভাগ পরিচালকরাই বেশি বাজেটের ছবি গুলি প্রকাশ করতে চাননি ওই পরিস্থিতিতে। এইসব পরিচালকদের মধ্যে ছিলেন রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty)। গত দু’বছর ধরে কোভিডের কারণে বারংবার পিছিয়ে যাচ্ছিল রাজ চক্রবর্তীর ছবির রিলিজ। সেই ২০২০ সাল থেকেই মুক্তির অপেক্ষায় দিন গুনছিল রাজ পরিচালিত ছবি ‘হাবজি গাবজি’ এবং ‘ধর্মযুদ্ধ’। কিন্তু সে সময় থেকে করোনার প্রকোপ বৃদ্ধি এবং সাথে ছবির তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র এবং রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty) করণায় আক্রান্ত হওয়ায় ছবির রিলিজের তারিখ পিছিয়ে দেন পরিচালক ( Raj Chakrabarty)। তবে নতুন বছরে টলি ফ্যানদের জন্য রয়েছে দ্বিগুণ চমক। কারণ একই বছরে প্রকাশিত হতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত একটি নয় বরং দুটি ছবি।

Raj chakraborty

Raj Chakrabarty – ছবি রিলিজের দিনক্ষণ

এই বৃহস্পতিবার রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা জানিয়েছে ‘হাবজি গাবজি’ এবং ‘ধর্মযুদ্ধ’ রিলিজের তারিখ। নতুন বছর অর্থাৎ ২০২২ সালের ৩ জুন মুক্তি পেতে চলেছে ‘হাবজি গাবজি’এবং ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ধর্মযুদ্ধ’।

আজকের এই ডিজিটাল যুগে মানুষ হয়ে উঠছে নেট কেন্দ্রিক। একটি ছোট যন্ত্রেই আজ পাওয়া যায় গোটা দুনিয়ার খবর। ফলে মানুষ সর্বক্ষণ হাতে ফোন নিয়েই ব্যস্ত থাকছে এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডিজিটাল দুনিয়ার বাইরের জগত থেকে। এমনকি এখনকার শিশুদের শৈশব জীবনও নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন মারণ গেম এর ফাঁদে। এই পরিস্থিতিকেই ‘হাবজি গাবজি’ ছবিতে তুলে ধরেছেন পরিচালক রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty)। ছবিটি একটি পরিবারের গল্প বলে যে পরিবারের ছিল মা-বাবা এবং তাদের সন্তান। মায়ের ভূমিকায় রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাবার ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে মিস্টার এবং মিসেস বসু অত্যন্ত ব্যস্ত দুজন ব্যক্তি যাদের কাছে নিজেদের সন্তানকে দেওয়ার মতো সময় নেই। ফলস্বরূপ বাড়িতে একাকিত্বের সাথে সময় কাটানো ছোট তিপুর একমাত্র ভরসা ছিল মোবাইল এবং গেম। মিস্টার এবং মিসেস বসুর ছিলনা কোন অর্থের অভাব। নিজেদের সন্তানকে খুশি রাখতে তারা বিভিন্ন গেমস, মোবাইল এসবের কোনো অভাব রাখতেন না। কেবল যে বস্তুর অভাব ছিল তাহলে তাদের মূল্যবান সময়। নিজেদের অজান্তেই তারা নিজের ছোট্ট সন্তানকে কী ভয়ানক বিপত্তির মধ্যে ফেলে দিচ্ছেন সেই ঘটনাই প্রতিফলিত হয়েছে ‘হাবজি গাবজি’ তে।

অপর দিকে, জাতি ,ধর্ম এসবের নিরিখে সমাজে চলতে থাকা বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘ধর্মযুদ্ধ’ নামক ছবিটি। ভারতে সর্বত্র সর্বধর্ম সমন্বয় থাকলেও এখনও প্রতিটি মানুষের মনেই জ্বলছে ধর্মের আগুন। সুযোগ পেলেই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধিয়ে রক্তের খেলায় মেতে উঠতে পিছপা হয় না মানুষ। এই বিষয়কেই পর্দায় প্রতিফলিত করেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৯ সালে রাজ এই ছবির ঘোষণা করেন এবং ট্রেইলার মুক্তি পায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এরপর দীর্ঘদিন আটকে ছিল ছবির মুক্তি। পরে আরো একবার ২০২১ সালে ছবি মুক্তির কথা ঘোষণা হলেও তা পিছিয়ে যায়। ছবিটির মুখ্য চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পার্নো মিত্র। ছবিটিতে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাথেই লাভ জিহাদের ঝলক। সিনেমায় ঋত্বিক এক কট্টরপন্থী হিন্দু। উল্টোদিকে সোহম এক কট্টর মুসলিম। ছবিটিতে শুভশ্রী রয়েছেন মুন্নি নামের একজন গৃহবধূর ভূমিকায় যিনি নিজের স্বামী হিন্দু সংগঠনের নেতা হওয়ায় মসজিদে হিন্দুদের পতাকা লাগাতে যায়। সেখানেই বিষয়টি দাঙ্গার রূপ নেয়। অপরদিকে শবনমের চরিত্রে আছে পার্নো মিত্র। সেখানে এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ঘটনাক্রমে এই চারটি চরিত্রই এক দাঙ্গাময় পরিস্থিতির শিকার হয় এবং তখনই দেখা মেলে আম্মির। যিনি ধর্ম ভুলে আশ্রয় দেন তাদের। এবং তাদের এটা বোঝানোর চেষ্টা করেন যে ধর্ম নিয়ে এরূপ হানাহানি চলতে থাকলে পৃথিবীতে মানুষের বদলে কেবল মন্দিরার মসজিদ থাকবে। এককথায় ছবিতে ধর্ম ভুলে প্রেমের বার্তা ছড়িয়েছেন পরিচালক ( Raj Chakrabarty)।

আরও পড়ুন : Lata Mangeshkar : চলে গেলেন লতা! জেনে নিন আর কোন বলিসেলেবরা বয়সের দোরগোড়ায়




Leave a Reply

Back to top button