আর্য-‌চারুর গোপন প্রেম, এক চুমুতেই দেবচন্দ্রিমা-‌রিজওয়ানের সম্পর্ক ফাঁস

রাজকুমার মণ্ডল, কলকাতা : টলিউডে আপাতত দুটি নাম বহু আলোচিত ( Rezwan-Debchandrima ) । দুজনের বন্ধুত্ব আর প্রেমের আসল-‌নকল খুঁজতে ব্যস্ত সকলে। আর্য আর চারু হলেন রিজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমার জন্মদিনে কয়েকটি ছবির পোস্টে নিজেদের বন্ধুত্ব উন্মেচন করলেন রিজওয়ান। দেবচন্দ্রিমা নিজের আর রিজওয়ানের ( Rezwan-Debchandrima ) সম্পর্কে জানিয়েছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে আমার সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেম নেই। আর হবেও না। এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত।’‌Rezwan-Debchandrima

রিজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহ রায় ( Rezwan-Debchandrima ) দুজনই হলেন আজকের টলিপাড়ার চর্চিত জুটি আর্য আর চারু। রিল লাইফের মতো রিয়েল লাইফেও দুজনের প্রেম খুঁজে পান দর্শকরা। যদিও দেবচন্দ্রিমা সিংহ রায়  সম্পর্ক থেকে প্রেম কথাটা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বন্ধুত্ব নামে প্রমাণ করতে চেয়েছেন। দেবচন্দ্রিমার জন্মদিনে রিজওয়ান রব্বানি শেখ যে পোস্টটি করেন সোশ্যাল মিডিয়ায়, তা যেন প্রেমের জল্পনাকে আরও উসকে দিল।

আরও পড়ুন অরুণিতা-‌পবনদীপ রোমান্স, ‘পহেলা নশা’ র রোমান্টিক জুটির চর্চা তুঙ্গে

রিজওয়ান রব্বানি শেখ দুজনের ( Rezwan-Debchandrima ) বেশ কয়েকটি ছবি নিয়ে তৈরি একটি ভিডিয়ো শেয়ার করে রিজওয়ান লিখলেন, ‘সোনিয়ে তোর আজ জন্মদিন’। আর উত্তরে একাধিক চুমু ছুঁড়ে দিল দেবচন্দ্রিমা। দুজনের এই প্রেম বিনিময়কে আর বন্ধুত্ব বলে মেনে নিতে পারছেন না দর্শক। প্রত্যেকেই চাইছেন দুডনের সম্পর্ক প্রকাশ্যে আসুক। উন্মেচিত হোক নতুন প্রেমের জুটির গল্পগাথা।




Leave a Reply

Back to top button