সৌন্দর্য থাকলেও মিলেছিল বদনাম! ৫৬ বছর আগে করা শর্মিলার এই ভুল আজও ভোলেনি টলিপাড়া

একদিকে তিনি ছিলেন রক্ষণশীল পরিবারের মেয়ে । অন্যদিকে আবার পতৌদি পরিবারের হবু বৌমা। তাই স্বাভাবিক ভাবেই তার কাঁধে ছিল অনেক দায়িত্ব। তবুও ঠিক হিসাব করলে প্রায় ৫৬ বছর আগে শর্মিলা ঠাকুরের একটি কাজ নিয়ে যা হুলুস্থুল কান্ড হয়েছিল বোধহয় সকলের সেই সময় কল্পনারও অতীত ছিল। তবু কোনরকম ভয় পাননি তিনি। হারও মানেননি একেবারেই। কী ঘটেছিল তাঁর সঙ্গে আদপেই?
উল্লেখ্য সাল তখন ১৯৬৬। শর্মিলা তখন বলিউডে প্রায় পা রেখেছেন। তাঁর টোল পরা হাসি তখন সেরার তকমা পেয়েছেন। ভক্তমন উচ্ছসিত তাকে বলিউডে পেয়ে। তখন তিনি মাত্র ২২। ঠিক এই সময় তাঁর কাছে অফার যায় এক ম্যাগাজিনের জন্য বিকিনি শুট করার।
উল্লেখ্য তখন ৭০-র দশক। সেই সময় বিকিনি পরে বাঙালি একটি মেয়ে শুট করবে ভাবাও যায়না! এ ছিল কল্পনারও উর্ধ্বে। কিন্তু সে সেই সময় দাঁড়িয়েই ঠিক করেন তিনি এই বিকিনি শুট করবেনই।অতঃপর টু-পিসে হাজির শর্মিলা। তাঁর পোশাক দেখে নাকি অস্বস্তিতে পড়েছিলেন খোদ ফোটোগ্রাফারই। এক সাক্ষাৎকারে পরবর্তীতে এমনটাই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, “ফোটোগ্রাফার আমায় জিজ্ঞাসা করেন তুমি নিশ্চিত তুমি এই শুটটি করতে চাও”? অবশেষে শুট তো হল কিন্তু তার পর শুরু হল নানারকম ঘটনা । সেই ছবি ছাপা পর তীব্র ট্রোলিং এর শিকার হলেন শর্মিলা। তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও ফিল্মি পার্টি থেকে নানা সংবাদপত্র– লেখা হয় সেই সময় তাকে নিয়ে। যদিও তাঁর খারাপ লাগলেও দমে যাননি একেবারেই। এরপর ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে আবারও তিনি পরেন বিকিনি। পোশাকের এই ছক ভেঙে তিনি নেক্সট জেনারেশনের পথ আরও খানিক মসৃণ করেছিলেন ৭০ এর দশকেই।