চিঠি দিতে এসে প্রেম! একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে পর্দায় ফের জুটি বাঁধবেন মোহর খ্যাত প্রতীক-দেবচন্দ্রিমা

অনীশ দে, কলকাতা: পরপর দুটি সুপারহিট ধারাবাহিকের পর ,আবার নতুন রূপে ছোটপর্দায় ফিরতে চলেছে প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। অনেকদিন আগেই এই নতুন ধারাবাহিকের কথা শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো এই ধারাবাহিকের নতুন প্রোমো (Saheber Chithi promo)। নতুন গল্প নবরূপে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রতীক (Pratik Sen) ও দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)।
নতুন ধারাবাহিকে একজন পোস্ট ওম্যানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। এই ডিজিটাল যুগে দাড়িয়েও সে বিশ্বাস করে, মনের কথা বলার অন্যতম মাধ্যম চিঠি। এমনকি এই ধারাবাহিকে দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) চরিত্রের নাম চিঠি। সারাদিন সাইকেলে চেপে চিঠি বিলি করে ‘চিঠি’। অন্যদিকে প্রতীক (Pratik Sen) একাধারে গায়ক অভিনেতা এবং ফুটবলার। এক কথায় বলতে গেলে সুপারস্টার (Pratik Sen)।
কিন্তু এখন সবই অতীত। এক দুর্ঘটনায় নিজের একটি পা হারান প্রতীক (Pratik Sen) ওরফে সাহেব মুখোপাধ্যায়। যার জেরে তার সবসময় খিটখিটে মেজাজ থাকে (Saheber Chithi promo)। এই সাহেবকেই এক ভক্তের চিঠি পৌঁছে দিতে আসে ‘চিঠি’ (Saheber Chithi promo)। সাহেবের বাড়ির সামনে অনুরাগীদের ভির দেখে চিঠি সাহেবকে অনুরোধ জানায় তার ভক্তদের সাথে দেখা করার জন্য। কিন্তু সাহেব তা নকোজ করে দেয়।
কিন্তু চিঠি তাও হার মানে না। সে হেন তেন প্রকারেন সাহেবকে রাজি করানোর চেষ্টা চালায় (Saheber Chithi promo)। কিন্তু তার পরে সে দেখতে পায় সাহেবের একটি পা নেই। এই দেখে চিঠির চোখ ছলছল করে ওঠে (Saheber Chithi promo)। সে সাহেবকে বলে তাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, তাকে আবার উঠে দাঁড়াতে হবে তার ভক্তদের জন্য (Saheber Chithi promo)।
আরও পড়ুন:কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে পুরুষের বেশ ধারণ এক মহিলার! ঘটনায় চাঞ্চল্য নেটপাড়ায়
এই প্রোমো দেখে পরিষ্কার এবার নতুন কিছু দর্শকদের উপহার দিতে চলেছে স্টার জলসা (Star Jalsha)। প্রোমো দেখে গল্পের আন্দাজ পাওয়া গেলেও কোন সূত্র ধরে কাহিনী এগোবে তা এখনও জানা যায়নি। সদ্য প্রকাশিত হয়েছে প্রোমোটি। কিন্তু কবে থেকে এবং কোন সময়ে এই ধারাবাহিক দেখানো হবে সে বিষয়ে এখনো চুপ স্টার জলসা (Star Jalsha)।