Fact Check: KK-এর মৃত্যুর ক্ষোভেই নাকি নজরুল মঞ্চে অনুষ্ঠান বাতিল সুনিধী – জুবিনের

জয়িতা চৌধুরী, কলকাতা: কিংবদন্তি গায়ক কৃষানকুমার কুন্নাথ ( Krishan Kumar Kunnath ) ওরফে কেকের ( KK ) বাংলায়ে মৃত্যুকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। মৃত্যুর কারণ নিয়ে কাটাছেঁড়া চলছেই। আর তারই মধ্যে সুনিধী চৌহান ও জুবিন নাটিয়াল দুজনেই জানিয়ে দিয়েছেন কলকাতা লর কলেজের ফেস্টে তারা আসবেন না। ৮ জুন শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে ( Surendranath College ) আসার কথা ছিল এই দুই শিল্পীর।

সূত্রের খবর,আগামী আগামী ৮ জুন সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া নেওয়ার কথা হয়েছিল ওই অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান করতে আসার কথা ছিল বিখ্যাত সংগীত শিল্পী সুনিধি চৌহান ( Sunidhi Chauhan ) ও জুবিন নটিয়াল ( Zubin Natiyal )। কিন্ত এই পরিস্থিতিতে সেই ফেস্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্দেশ দিয়েছেন পরবর্তীকালে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানাতে হবে শিক্ষাদপ্তরকেও।

sunidhi chouhan

সম্প্রীতি নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানে চরম বিশৃঙ্ক্ষলা সৃষ্টি হয়। অসুস্থ হয়ে পড়েন শিল্পী এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এরপরই বলিউডের বিভিন্ন তারকাদের কাছ থেকে এসেছে তির্যক মন্ত্যব্য। এমনকি সরাসরি বাংলাকে বয়কটের ডাক দেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী। এরপরই কলেজ ফেস্টে আসতে নাকচ করেন সুনিধী ও জুবিন। সুনিধীর এক সচিব জানিয়েছেন, কেকের মৃত্যুতে খুব ভেঙে পড়েছেন সুনিধী। এই মুহুর্তে তিনি কলকাতায়ে আর কোনো অনুষ্ঠানে জাবেন না।

zubin natiyal

অন্যদিকে, জুবিন নাটিয়ালের তরফ থেকে উদ্যোগক্তাদের জানানো হয়েছে, কলকাতার ( Kolkata ) অনুষ্ঠানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই গায়কের। আগামী দিনেও তিনি গেলে দেখে বুঝেই যাবেন। শুধু জুবিন বা সুনিধী নন,মুম্বইয়ের বেশির ভাগ শিল্পীই ঠিক করেছেন কলকাতায়ে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে আগে পুরো বিষয়টা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে কি কলকাতাকে বয়কটের ( Boycott Bengal ) পথে হাটছে বলিউড ( Bollywood )?

আরও পড়ুন- KK বিতর্কে কাজ কেড়ে নিল মিও আমোরে-ও! আপাতত সম্পূর্ণ কর্মহীন গায়ক, মন্তব্য নেটপাড়ার

তবে কেকের মর্মান্তিক মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। সাফ জানানো হয়েছে, নজরুল মঞ্চ-সহ যে কোনও অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হলে জানাতে হবে লালবাজারকে। অডিটোরিয়ামের দর্শকের ক্যাপাসিটি কত, কত টিকিট দেওয়া হচ্ছে, তা জানাতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে অন্তত পক্ষে একজন চিকিৎসক ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে। আগামিকাল নজরুল মঞ্চে অনুপমের রায়ের অনুষ্ঠান রয়েছে। এদিকে লালবাজারে গিয়ে আধিকারিকদের থেকে এ বিষয়ে সমস্ত নিয়ম জেনেছেন উদ্যোক্তারা।

fake news

এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এর কি আদেও কোন সত্যতা যাচাই করা হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় কিন্তু গুনগুন করছে অন্য রব। অনেকে বলেছে, ডাহা মিথ্যে এই খবর। একেবারে পাবলিসিটি স্টার্ট। বিভিন্ন অনৈতিক নিউজ পোর্টাল এই ধরনের কাজ করছেন বলেই সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। আসলে এই নিউ মিডিয়ার যুগে আপনাকেই খুঁজে নিতে হবে সত্যতা।

আরও পড়ুন- KK যেখানেই থাকুক, ঈশ্বর ওঁকে শান্তি দিক, ক্যারিয়ারে আগুন দেখে অনুশোচনায় ভাসলেন রূপঙ্কর




Leave a Reply

Back to top button