Dev – দেবের নায়িকা হলেও ঘনিষ্ঠ হতে নারাজ শ্বেতা, কী বাঁধা দিচ্ছে তাকে প্রকাশ করলেন নিজেই

৬ জুলাই ‘প্রজাপতি’র শ্যুট শুরু করবেন শ্বেতা ভট্টাচার্য। ছোটো পর্দার নায়িকার হাতে এখন বড় কাজ। দেবের নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে বড় পর্দায়। এখন শুটিং চলছে ডুয়ার্সে। এক অনলাইন পোর্টালের ইন্টারভিউতে বললেন নিজের কিছু অভিজ্ঞতার কথা । জেনে নেওয়া যাক কি বললেন দেবের নায়িকা শ্বেতা।

img 20220626 151527

 

উল্লেখ্য বাবা-ছেলের গল্প নিয়ে সিনেমা ‘প্রজাপতি’। সেখানে দেবের নায়িকার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করা হলে শ্বেতা জানান, ” বাবা-ছেলের গল্প হলেও ছবিতে নায়িকার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই জন্যই রাজি হয়েছি। গল্পটাও অন্য রকম। শুনেই ভাল লেগেছে। তা ছাড়া, বিপরীতে দেবদা। আর অভিনেতার কাছে ছোট-বড় সব ধরনের কাজই গুরুত্বপূর্ণ। আমার কাছেও তাই।” এরপর তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি দেবের প্রেমিকা, বৌ হওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন কিনা, আর কতটা প্রিপেয়ার হয়েছেন এই চরিত্রটি অভিনয়ের জন্য। সে কথায় তিনি জানান

“দেবদার প্রেমিকা, এটা জানি। বৌ হব আদৌ? গায়ে কি প্রজাপতি বসবে? এ সব ছবি বলবে। (তার পরেই সাফ জবাব) অভিনয় করতে ভালবাসি তো। বিশেষ কোনও তারকার সঙ্গে অভিনয় করতে পারলেই ধন্য হয়ে যাব, এই ব্যাপারটা আমার নেই। দেবদা অবশ্যই ‘সুপারস্টার’। তাঁর সঙ্গে কাজের সুযোগ পাওয়ায় আমিও আপ্লুত। তবে তার জন্য আলাদা কোনও প্রস্তুতি নেই। আমি চরিত্রটিকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। যাতে সেরাটা দিতে পারি। প্রতি মুহূর্তেই আমার নিজের সঙ্গে নিজের লড়াই চলে।”

উল্লেখ্য ওই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় কেন তিনি অভিনয়ের আগেই প্রযোজককে জানান তিনি ছোট পোশাক, হাতাকাটা জামা পরবেন না। ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করবেন না! কী অসুবিধা তার। এর উত্তর বেশ স্পষ্ট করে সকলের সামনে রাখেন শ্বেতা। তিনি বলেন, “দর্শকেরা তো আমার অভিনয় দেখতেই প্রেক্ষাগৃহে আসবেন। নাকি আমার সাজপোশাক! আমি তো কোনও ফ্যাশন শো-তে অংশ নিচ্ছি না! পোশাকের সৌজন্যে অভিনয়টাই যদি ঠিক মতো করতে না পারলাম তা হলে রইল কী? আমার মনে হয় দর্শকেরাও সাজসজ্জা থেকে অভিনেতার অভিনয়কেই বেশি গুরুত্ব দেন।”উল্লেখ্য এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী, মমতাশঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

 




Leave a Reply

Back to top button