অপরূপা মোহনা কোন অংশে টলিউডের নায়িকাদের থেকে কম যান না

জিতের স্ত্রী মোহনা মাদনানি টলিউডেের নায়িকাদের মতই সুন্দরী। তবুও তিনি ফিল্ম ইন্ড্রাষ্টি থেকে দূরে, এর কারণ কি?

বাংলা ফিল্ম ইন্ড্রাষ্টিতে যে কয়জন প্রথম সারির অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে জিৎ অন্যতম। তাঁর ফিল্মি কেরিয়ার শুরু হয়েছিল তামিল সিনেমা দিয়ে। কিন্তু সেখানে সাফল্য না পাওয়ার তিনি বাংলায় এসে তাঁর কেরিয়ার শুরু করেন। পরিচালক হরনাথ চক্রবর্তীর ” সাথী ” সিনেমা দিয়ে বাংলায় তিনি তাঁর ফিল্মের যাত্রাপথ শুরু করেন।

এরপর একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। সঙ্গী, বন্ধন, যুদ্ধ, শুভদৃষ্টি এর মত সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। সাফল্যের সঙ্গে উঠে এসেছে নানা গুঞ্জনও । বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকাদের নিয়ে শোনা গেছে জিতের সঙ্গে সম্পর্কের কথাও। একটা সময় স্বস্তিকা মুখ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তাল ছিল গোটা টলিউড।

#Tollywood #Superstar #Jit

সবাই ভেবেছিলেন তাদের সম্পর্ক বিয়ে অবদি পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা মাত্র । কিন্তু তা হয় নি । জিৎ স্বস্তিকার সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরে জিৎ ফিল্ম ইন্ড্রাষ্ট্রির বাইরের একজন সাদামাঠা স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন। ২০১১ সালে ২৪শে ফেব্রুয়ারী লক্ষৌ শহরের বাসিন্দা, স্কুল শিক্ষিকা মোহনাকে মদনানিকে বিয়ে করেন জিৎ।

পরের বছরই এই দম্পতির একটি কন্যা সন্তান হয়, যার নাম নবন্যা। আজ দীর্ঘ বারো বছরের বিবাহিত জীবনে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত। জিতের স্ত্রী মোহনা মাদনানি অসাধারণ সুন্দরী এবং এক কন্যা সন্তানের জননী হওয়া স্বত্ত্বেও তিনি নিজেকে ফিট রেখেছেন। কিন্তু তিনি ফিল্ম ইন্ড্রাষ্টির থেকে বহুদদূরে । তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালবাসেন । সুপারস্টার হওয়া স্বত্ত্বেও জিতও পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশী পছন্দ করেন।




Leave a Reply

Back to top button