বার সিঙ্গার থেকে টলিউডের খলনায়ক, সৌমিত্র ব্যানার্জীর জীবনটাই যেন সিনেমা

জয়িতা চৌধুরী, কোলকাতাঃ রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্ত এককালে তার অভিনয়শৈলী মন জয় করেছিল বাংলা ছবির অনেক দর্শকদের। আশি ও নব্বইয়ের দশকের সিনেমার খলনায়ক মানেই আর কেউ নন, অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (Soumitra Banerjee) ছিলেন সবার প্রথম পছন্দ। কিন্ত অভিনয় জীবনের শুরুটা খুব একটা মসৃন ছিল না অভিনেতার। কেমন ছিল কলকাতায়ে নতুন আসার পর তাঁর জীবন? কি করেই বা পেলেন ‘ত্রয়ী’র মতো বড় ছবির অফার?
সম্প্রীতি খুঁজে পাওয়া অভিনেতার একটি পুরন সাক্ষাত্কারে অভিনেতা জানিয়েছিলেন বহু কষ্টে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছেন তিনি। সিনেমা সূত্রে পাড়ায় পাড়ায় অনুষ্ঠানেও ডাক পড়ত তার। আর স্টেজে ওঠা মাত্রই তাকে দেখে রীতিমত হইচই পরে যেত। তবে সৌমিত্রর স্বপ্ন ছিল না অভিনেতা হওয়ার। তার স্বপ্ন ছিল গায়ক হওয়ার। গান গাইতে ভালোবাসতেন তিনি। কিন্ত দর্শক তাঁকে গায়ক হিসেবে গ্রহণ করেনি। খ্যাতির শিখরে পৌছে দিয়েছেন তার অভিনয়ের জন্য। তবে প্রথম কলকাতায়ে তিনি এসে ছিলেন গায়ক হবেন বলে।
কেরিয়ারের শুরুর দিকে যখন সেভাবে পরিচিতি মেলেনি টাকার তখন অভিনেতা গান গাইতেন পার্কষ্ট্রীটের একটি বারে। ইংরেজি মধ্যম স্কুলে পড়াশোনা করা ছেলের বারে গান গাওয়া মেনে নিতেন না বাবা-মা। এরপর গান গাওয়ার সূত্র ধরেই অভি নয় জগতে প্রবেশ। কেরিয়ারে প্রথম দিকে ছোটখাটো চরিত্র পেতেন অভিনয়ের জন্য। তবে ভাগ্য খুলে যায় ১৯৮২ সালে ‘ত্রয়ী’ ছবিটি পাওয়ার পর। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়াও ছবিতে ছিলেন তৎকালীন বাংলা সিনেমা জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়।
আরও পড়ুনঃ H.S এর মানে থেকে মুখ্যমন্ত্রীর নাম কিছুই জানে না ক্লাস ১২ এর ছেলে, কান্ড দেখে থ নেটপাড়া
‘ত্রয়ী’ ( Troyi ) ছবিতে সৌমিত্রর অভিনয় নজর কাড়ে সকলের। এর পরপরই আসতে থাকে গুরুদক্ষিণা, মঙ্গলদীপ, হীরক জয়ন্তী ইত্যাদি সুপার হিট ছবির অফার। তার খলনায়কের চরিত্রের অভিনয় মানুষের মন জয় করতে থাকে। আর এভাবেই টলিউডের জনপ্রিয় খলনায়ক ও প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন তিনি। তবে জীবনে বড় আক্ষেপ মনের মতন চরিত্র কক্ষনো পাননি অভিনেতা। মনের মতো সেই চরিত্র যাতে অভিনয় করে সকলে মাতিয়ে দিতে পারেন তিনি।
কানাঘুষোয়ে শোনা যায় অভিনেতা জনপ্রিয়তার শিখরে গিয়ে মদের নেশায়ে ডুবে গেছিলেন নাকি। এর প্রভাব সরাসরি পরে তার অভিনয় কেরিয়ারের উপর। বেশির ভাগ সময়ে নেশাগ্রস্ত হয়েই থাকতেন এই অভিনেতা। তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী রিতা কয়রালকে (Rita Koyral )। যদিও তাদের বৈবাহিক জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি। ২০০০ সালে হটাৎই মাত্র ৪৬ বছর বয়সে ফুস্ফুসজনিত রোগের কারণে অকালে প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ স্বামীর মৃতুর ১ বছরও কাটেনি! পুরুষ বন্ধুর সাথে বিকিনি পরে ঘনিষ্ঠ মন্দিরা, রেগে লাল নেটিজেনরা