Tollywood News : বলিউডে বহিরাগত বলে ব্যর্থ হয়েছিলেন উত্তম কুমার, ষড়যন্ত্রের কারণে ব্যর্থ হয়েছিল স্বপ্নের ছবি!

সিনেমাপ্রেমী বাঙালির মনে সিনেমা মানে সবার আগে আসে টলিউডের কথা। আর টলিউডের অভিনেতা বলতে যার নাম সবার আগে আসে তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে যুগের পর যুগ ধরে বাঙালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। আজও তাঁর ছবি দেখতে শুরু করলে দেখতেই থাকতে হয়। তবে বাংলার মহানায়ক উত্তম কুমারের শুরুটা কিন্তু এতটাও সাফল্যমন্ডিত ছিল না( Tollywood News )।

একাধিক ছবি ব্যর্থ হয়েছিল উত্তম কুমারের

Tollywood News

বাংলার মহানায়কের প্রথমদিকের একাধিক ছবি ব্যর্থ হয়েছিল। তবে তাকে সাফল্য এনে দিয়েছিল ‘সাড়ে চুয়াত্তর’ ছবিটি। ছবিটি দারুন হিট হয়েছিল, এরপর আর পিছন ফায়ার তাকাতে হয়নি মহানায়ককে। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে উত্তম কুমারের। একসময় বলিউডের ছবির অফার আসে। সালটা ১৯৬৭ হিন্দি ছবি ‘ছোটি সি মুলাকাত’ এর জন্য প্রস্তাব আসে উত্তম কুমারের কাছে। ছবিতে অভিনয়ও করেন তিনি, কিন্তু মুখ থুবড়ে পরে ছবি।

Tollywood News

উত্তম কুমার পরিণত হন ফ্লপ স্টারে

Tollywood News

বাংলার সুপারহিট নায়ক উত্তম কুমার পরিণত হন ফ্লপ স্টারে। অনেকেই ছবির ব্যর্থতার জন্য নানা কারণ দেখিয়েছিল। কারোর মতে হিন্দি সংলাপ স্পষ্ট নয় অভিনেতার তো কারোর মতে উত্তম কুমারের মত লোকের অভিনয় বুঝতে সবাই পারে না। তবে আসল কারণ জানা গিয়েছিল বেশ কিছু সময় পরে। উত্তমকুমার ও তার ভাই তরুণকুমারের থেকেই কিছুটা জানা গিয়েছিল এই সিনেমার ফ্লপ হবার কারণ সম্পর্কে।

Tollywood News

ব্যর্থতার পর আপ্রাণ খেটেছিলেন উত্তম কুমার

Tollywood News

আশাপূর্ণা দেবীর গল্প নিয়ে টলিউডে তৈরী হয়েছিল সুপারহিট ছবি ‘অগ্নিপরীক্ষা’। ছবিতে উত্তম কুমার ও সুচিত্রা সেনের দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছিল সমস্ত দর্শকদের। সেই ছবিটি কাহিনী নিয়েই তৈরী হয়েছিল হিন্দি ছবি ‘ছোটি সি মুলাকাত’। আসলে মহানায়ক চেয়েছিলেন বাংলার তৈরী সুন্দর একটি ছবি বলিউডকে উপহার দিতে। সেই কারণেই আপ্রাণ খেটেছিলেন সিনেমাটিকে বাস্তবায়িত করার জন্য।

Tollywood News

শুরু থেকেই একাধিক বাঁধার সম্মুখীন হয়েছিল অভিনেতাকে

Tollywood News

তবে ছবি তৈরির শুরু থেকেই একাধিক বাঁধার সম্মুখীন হয়েছিল অভিনেতাকে। শুরুতে অভি ভট্টাচার্য এবং আলো সরকারের সাথে পরিচালনা করার কথা ছিল ছবির। কিন্তু কাজ শুরুর পরেই চলে যান অভি ভট্টাচার্য সাথে আলো সরকারকেও টানেন নিজের দলে। তবে সম্পূর্ণভাবে পরিচালনা থেকে সরে যাননি আলো সরকার। পরিচালনা একপ্রকার না করেই বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে বসেন দুজনে। সেই প্রস্তাবেও সম্মতি দেন তম্মন কুমার।বিশাল পরিমাণ দেনা নিয়েই কাজ চালিয়ে যান অভিনেতা। কাজের গতি ঠিক না থাকায় শেষে ভাই তরুণ কুমারকে ডেকে পাঠান কিছু দায়িত্ব সামলানোর জন্য। তাতে কিছুটা প্রভাব পড়ে, শেষমেশ তিনবছর পর তৈরী হয় ‘ছোটি সি মুলাকাত’ ছবির শুটিং। এরপর ছবির ট্রেলার রিলিজ হতেই দেখা যায় কোথাও নেই উত্তম কুমারের নাম বদলে রয়েছে আলো সরকারের নাম। এই ঘটনায় রেগে যান তরুণ কুমার থেকে শুরু করে উত্তম কুমার।

Tollywood News

শয্যাশায়ী হয়ে পড়েন মহানায়ক

Tollywood News

তবে সেই সময়েই দুর্ঘটনাগ্রস্ত হয়ে একপ্রকার শয্যাশায়ী হয়ে পড়েন মহানায়ক। ওদিকে বলিউডে ছবি রিলিজ হবার পর সেটা চরম ব্যর্থতার সম্মুখীন হয়। জানা যায় রাজ কাপুর নাকি সিনেমাটি চলতে দেননি। কিন্তু যায় হোক ছবি ব্যর্থ বিশাল ঋণের বোঝা চেপে যায়। তবে ভেঙে পড়েননি মহানায়ক। একেরপর এক ছবি করে সেই দেনা পরিশোধ করেন। এমনকি পরে হিন্দি ছবি তৈরী করে নামও করেন। তবে সবচাইতে বেশি আসা নিয়ে যে ছবি করেছিলেন সেটার সাফল্য না পাওয়ার আফসোসটা থেকেই গেল।

আরও পড়ুন : Bollywood News : একসময় ছবির জন্য পেতেন মাত্র ১০০ টাকা, চেনেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে




Leave a Reply

Back to top button