বিয়ের পিঁড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, শোরগোল Tollywood

গত ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সডের দিন একটি পোস্ট নেটিজেনদের মাথা ঘুড়িয়ে দিয়েছিল রীতিমত। সাথে শুরু হয়েছিল জল্পনা কল্পনা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। বিয়ে করবেন প্রসেনজিৎ। কন্যার পিড়িতে ঋতুপর্ণা। রীতিমত নিজের বিয়ের কার্ড নিজেরাই প্রচার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তখন থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা টলিউড জুড়ে। গুঞ্জন আর জল্পনার মাঝে উঠে এসেছে নানা প্রশ্ন। এবার কি সত্যিই ভাঙলো বুম্বাদার ঘর সহ ঋতুপর্ণার সংসার? তারা কি সত্যিই নতুন ভাবে একসাথে জীবন শুরু করছেন?( Tollywood )

Tollywood

ঘটকালি করছেন প্রসেনজিতের বোন পল্লবী

প্রসঙ্গত এই জুটি একটা সময় ধরে টলিউডে রাজত্ব করেছেন। ব্যাক টু ব্যাক হিট ছবি তারা উপহার দিয়েছেন টলিউড সহ বাঙালি দর্শককে। ভ্যালেন্টাইনস ডের দিন এমন ধরনের ঘোষণায় চমকে উঠেছেন সবাই। ছোটখাটো একটা বিয়ের ভিডিও শেয়ারও করেছেন তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায়। এও জানা গিয়েছে প্রসেনজিতের বোন অভিনেত্রী পল্লবী চ্যাটার্জী নাকি এই বিয়েতে ঘটকালির পদ পালন করছেন।

আসল রহস্য কি! সত্যিই বিয়ে করছেন তারা?

আদতেই সকলকে বোকা বানিয়েছেন প্রসেজিৎ- ঋতুপর্ণার জুটি। তাদের একটি নতুন সিনেমা প্রচারের জন্য তারা নিজেদের সিনেমার লুক শেয়ার করেছিলেন। সত্য কথা ফাঁস হল আজ। যে ভিডিওটি তারা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা আসলে ” প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ” ছবির প্রথম টিজার। ছবিটায় পরিচালনাকের ভূমিকায় সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম।

ফিরছে ঋতু- বুম্বা জুটি

উল্লেখ্য ২০১৬ সালে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত প্রাক্তন সিনেমায় টলিউডের এই ফেমাস জুটিকে একসাথে দেখা গিয়েছিল। তারপর লম্বা এক বিরতি। এবার রীতিমত শোরগোল করে আবার বড় পর্দায় ফিরছেন ঋতু-বুম্বার জুটি। ছবির ব্যাপারে যদিও মুখ খোলেননি এই জুটির মধ্যে সেভাবে কেউই। বিশেষ সূত্রে জানা যাচ্ছে ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রি প্রোডাকশন সেরে শুটিং ফ্লোরে ফিরতে এখনও কয়েক মাস দেরি হবে। দুই জুটিকে একসাথে আবারও বড়ো পর্দায় দেখার জন্য উৎসুক বাঙালিরা। একটা সময়ে এই জুটি নিয়ে সমালোচনা কম হয়নি যদিও। আবার ফিরছেন তারা একসাথে। ছবির শুটিং কবে শুরু সে বিষয়ে যদিও রয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন : রাজ্য কমিশনের তরফে জানানো হল পুরভোট গণনার দিনক্ষণ, সাথে জেনে নিন ১০৮টি পুরভোট জেলা




Leave a Reply

Back to top button