Tollywood Upcaming movie: টলিউডে আসছে একের পর এক ধামাকা মুভি, দেখে নিন মুভিলিস্ট

প্রত্যুষা সরকার, কলকাতা: অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী এবং পরিচালক, মহামারীর সর্বশেষ তরঙ্গ বাংলা চলচ্চিত্র শিল্পকে কঠোরভাবে আঘাত করেছে। করোনা আবহে ক্ষতির সম্মুখীন বিনদন জগৎ। এই সময় বিনদন জগৎ- কে সামাল দিচ্ছে দক্ষিনি চলচ্চিত্র এবং বলিউড। তবে পিছিয়ে নেই টলিউডও ( Tollywood Upcaming movie )। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা চলচ্চিত্র জগৎ। নতুন করে ফিরে দাঁড়াতে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। যার ঘোষনা করলেন বাংলা সিনেমার প্রযোজনা সংস্থা এস ভি এফ ( SVF )। তালিকায় আছে থ্রিলার থেকে রোমান্স পর্যন্ত বিভিন্ন ধরণের আইটেম। চলুন আজকের এই প্রদিবেদন থেকে জেনেনিন সেরকমই কিছু বাংলা আপকামিং সিনেমার নাম।
এই প্রথম বড়ো পর্দায় একেন বাবু
প্রথমেই আছে একটি রহস্য থ্রিলার গল্প দ্য একেন। আগামী ১৪ এপ্রিল এস ভি এফ এর ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই প্রথম এটিটি প্ল্যাটফর্ম থেকে সরাসরি সিনেমার পর্দায় দেখা যাবে একেন বাবুকে। যেখানে একেনবাবুর ভূমিকায় আবার অভিনয় করবেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। একই সাথে দেবাশীষ মণ্ডল এবং সুহোত্রা মুখোপাধ্যায়কে পায়েল সরকারের সাথে সিনেমায় প্রধান ভূমিকায় দেখা যাবে।
কবে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির ‘এক্স=প্রেম’
সৃজিত মুখার্জির এক্স=প্রেম হল একটি স্ট্রিং এর সাথে যুক্ত চারটি ভিন্ন ভিন্ন ব্যক্তির একটি রোমান্টিক যাত্রা। ইতিমধ্যেই ছবি নিয়ে টলিউডে ( Tollywood Upcaming movie ) শুরু হয়েছে জোর চর্চা। ছবিটিতে একটি দম্পতির গল্প নিয়ে তৈরী করা হয়েছে। যারা ঘটনাগুলির একটি অপ্রত্যাশিত মোড়ের ফলে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং অশান্তির মধ্য দিয়ে যায়। ছবিতে অভিনয় করছেন মুখার্জি অর্জুন চক্রবর্তীকে অভিষেককারী অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক, এবং শ্রুতি দাস। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১৩ মে।
ইন্দ্রাণী হালদার নিয়ে আসছে ‘কুলের আচার’
কুলের আচার একটি পারিবারিক নাটক যা একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলবে যেখানে পুত্রবধূ বিয়ের পর তার পদবি পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ নয়। মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জী, ইন্দ্রাণী হালদার এবং নীল মুখার্জির সমন্বিত তারকা কাস্টের সাথে, কুলের আচার ৩ জুন মুক্তি পেতে চলেছে কাছের প্রেক্ষাগৃহে।
অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন ‘
অরিন্দম শীল আবারও ১ জুলাই ফিরে এসেছেন একটি মনস্তাত্ত্বিক থ্রিলার খেলা যখন-এর সাথে। ছবিতে মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ঊর্মি এবং সাগ্নিকের গল্প বলতে যারা একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় তাদের একমাত্র সন্তানকে হারিয়েছিল৷
রহস্যের উৎঘাটন করতে ফের পর্দায় ‘ ব্যোমকেশ ‘
রহস্যের উৎঘাটন করতে ফের পর্দায় ফিরছেন ব্যোমকেশ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ গল্প বিশুপাল বোধের উপর ভিত্তি করে অরিন্দম শীলের ব্যোমকে শের চতুর্থ কিস্তি প্রায় চার বছর পর দেখা যাবে এসভিএফ ( svf )-এর ব্যানারে। প্রধান চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জির, ব্যোমকেশের স্ত্রী অর্থাৎ ‘ সত্যবতী’-র ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার এবং ব্যোমকেশের প্রিয় সঙ্গী অজিতের চরিত্রে দেখা যাবে সুহোত্রা মুখোপাধ্যায়কে। একটি অসম্পূর্ণ হত্যা রহস্য সমাধানের জন্য ব্যোমকেশ বক্সি মুক্তি পেতে চলেছে ১১ আগস্ট।
রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’
২০২১ সালের ব্লকবাস্টার গোলন্দাজ-এর পর, ধ্রুব ব্যানার্জী গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ সোনা দা, ঝিনুক এবং আবীরের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ফের একবার ফিরে আস্তে চলেছে বড়ো পর্দায়। ছবিটি মুক্তির সসম্ভাব্য দিন ৩০ সেপ্টেম্বর। আসন্ন এই ছবিতে অভিনয় করছেন আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা।
‘বল্লভপুরের রূপকথা’ বলতে আসছে অনির্বাণ ভট্টাচার্য
বছরের শুরুতে অনির্বাণ ভট্টাচার্য এবার তার বল্লভপুরের রূপকথা দিয়ে পরিচিলক হিসাবে আত্মপ্রকাশ ( Tollywood Upcaming movie ) করেন ভক্তদের সামনে। আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে প্রস্তুত ছবিটি। ছবিটি একটি অদ্ভুত হরর-কমেডি যা একটি রাতের ক্রিয়াকলাপের অপ্রচলিত গল্পের চারপাশে আবর্তিত হয়েছে যা বল্লভপুর রাজবাড়িকে কয়েকটি জীবন্ত প্রাণী এবং ৪০০ বছরের পুরনো একটি বিশৃঙ্খলার মন্দিরে পরিণত করবে।
আরও পড়ুন –Shane Warne: বিশ্বের সেরা লেগ স্পিনারের মৃত্যুতে শোকাহত বলিউড, চোখ ভিজল রণবীর, অক্ষয়, অজয়ের
‘হাত্যপুরী’-র রহস্য সমাধানে আসছে ফেলুদা
ব্যোমকেশ আর সোনাদাকে পাল্লা দিতে এবার হাজির ফেলুদাও ( Tollywood Upcaming movie )। বসন্দীপ রায় দ্বারা পরিচালিত, সত্যজিৎ রায়ের হাত্যপুরী একটি খুনের থ্রিলার ছবি। ফেলুদা বরাবরের মতোই অনুসন্ধিৎসু হয়ে, খুনের রহস্য উদঘাটনের জন্য তার অনুসন্ধান শুরু করে। অগ্রগতির সাথে সাথে, ফেলুদা, তোপশে এবং জটায়ু মামলার গভীরে খনন করার সাথে সাথে অন্ধকার সত্যের একটি জাল প্রকাশিত হয়। এসভিএফ এর তরফে জানানো হয়েছে আগামী ২৩ ডিসেম্বর কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের লেখা ‘হাত্যপুরী’ গল্প অবলম্বনে একটি নতুন ছবি।
আরও পড়ুন –Hair Fall : সারা ঘরে চুল? সাধারণ চুল ওঠা নাকি কোন রোগের লক্ষণ