“আজ খেল দেখাব!” মাঝ মঞ্চেই উর্মিকে সপাটে হুমকি মামনির, ফের কি শুরু নতুন বিপদ

টেলিভিশন দুনিয়ায় খলনায়িকাদের কিন্তু আলাদাই সমাদর। ধারাবাহিকে নায়িকাদের অসহায়তাকে ফুটিয়ে তুলতে চক্রান্তে ফাঁসিয়ে,বিপদে ফেলে, কাঁদিয়ে, অত্যাচার করে দর্শকদের মনে জায়গা করে দেন এই খল চরিত্ররাই। তাই সিরিয়ালে যত বেশি দাপুটে খল চরিত্র থাকে টিআরপির পারদ ততই চড়তে থাকে। সম্প্রতি “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের উর্মিকে বিষ খাইয়ে কোমায় পাঠিয়ে দিয়েছিলেন উর্মির মামনি গায়ত্রী রামানুজন। দুদিন যেতে না যেতেই আবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে প্রকাশ্যে দিলেন হুমকি। কি খেল দেখালেন উর্মির মামণি?
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এর উর্মি আর সাত্যকির প্রেমে মজেছেন বাঙালি দর্শক। কিন্তু তাদের প্রেমে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন উর্মির মামনি। জেলে পাঠানো, শ্লীলতাহানির মামলা,আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, বিষ খাওয়ানো ব্যক্তিগত আক্রোশ থেকে কি করেননি তিনি।ফলে স্বাভাবিক ভাবেই দর্শকের চক্ষুশূল হয়ে উঠেছেন। এখন দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়েও হুঙ্কার দিয়ে বলছেন, “এতদিন উর্মিকে যা খেল দেখিয়েছি এবার বাকি তিনজনকে খেল দেখাব।কারণ জেতার আরেক নাম গায়ত্রী রামানুজন।”তারপরেই সেই গায়ে কাঁটা দেওয়া অট্টহাসি হাসলেন তিনি।
কাকে খেল দেখাবেন টেলি- অভিনেত্রী?
আসলে জি বাংলার টেলি-অভিনেত্রী স্পেশাল ‘দিদি নাম্বার ওয়ান’ এপিসোডে খেলতে এসেছেন নবনিতা দে চ্যাটার্জী ওরফে উর্মির মামনি গায়ত্রী রামানুজন। মঞ্চে দাঁড়িয়ে মামণির চরিত্রে অভিনয় করেই বাকি অভিনেত্রীদের রীতিমতো ‘খেল দেখাবেন’ বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন নবনিতা। তার অভিনয়ের চিরাচরিত ভঙ্গিমা দেখে হেসে কুটোপুটি দর্শক।
আজ দিদি নাম্বার ওয়ান মঞ্চে বাকি অভিনেত্রীদের মধ্যে থাকছেন অদ্রিজা রায়, সঙ্ঘমিত্রা তালুকদার, রাজশ্রী চ্যাটার্জী। সুতরাং আজ দিদি নাম্বার ওয়ানে হতে চলেছে ধামাকাদার এপিসোড।