মিঠাইকে টেক্কা বকুলের! ছোট পর্দা ছেড়ে ওয়েবসিরিজে পা অভিনেত্রীর

বাংলা টেলিভিশন জগতের বলাই বাহুল্য অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন উষসী রায়। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’র হাত ধরেই তার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল। এই সিরিয়ালে তিনি জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জীতু কমল-এর বিপরীতে অভিনয় করেছিলেন। তখন দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছিল সিরিয়াল‘মিলন তিথি’ ।এরপরেই হানি বাফনার বিপরীতে দ্বিতীয় সিরিয়াল ‘বকুল কথা’র হাত ধরে দর্শকদের একেবারে কাছের ও ঘরের মেয়ে হয়ে ওঠেন টেলি পর্দার বকুল। এই সিরিয়াল থেকেই তিনি দর্শকদের কাছ থেকে পেয়েছেন বহুল পরিচিত। এই সিরিয়ালে টম বয়ের চরিত্রে অভিনয় করেছিলেন বকুল ওরফে উষসী। সেই অভিনয় দিয়ে অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের বকুল। 

img 20220606 103409 705

উল্লেখ্য  ‘বকুল কথা’ শেষ হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসেন ছোটো পর্দার কাদম্বিনীর চরিত্র হয়ে। যদিও এই সিরিয়াল শেষ হওয়ার পরও নতুন করে এখনও পর্যন্ত কোনো সিরিয়ালে দেখা যায়নি উসষী কে। বিশেষ ভাবে উল্লেখ্য ছোট পর্দা থেকে বিরতি নিলেও  ঘনিষ্ট মহলের সূত্রে উষসী কাজ করেছেন একের পর এক ওয়েব সিরিজে। এবং ইতিমধ্যেই উষসী কাজ করে ফেলেছেন ব্যোমকেশ সিরিজের মতো পপুলার ওয়েব সিরিজেও। এছাড়াও ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং অতি সম্প্রতি ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি তিনি ছোটখাটো ফটোশ্যুটের কাজে ব্যস্ত থাকেন সবসময়। তবে এবার সাফল্যের ধাপে আরও একপা তাঁর। অভিনয় জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন উসষী । বিশেষ সূত্রের খবর টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দের আসন্ন সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে লীড রোলে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।উষসীর সাথে এই সিনেমায় সোহম ছাড়াও দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত সহ পিয়ান সরকারকেও। জানা যাচ্ছে চলতি মাসের শেষেই শুরু হবে এই সিনেমার শুটিং। নতুন এই সিনেমা প্রসঙ্গে পরিচালক রাজা চন্দ জানিয়েছেন এটি একটি মূলত সোশ্যাল ড্রামা।

 




Leave a Reply

Back to top button