এ কি ঘটলো মল্লিক বাড়িতে ! ভেঙে পড়েছেন গোটা পরিবার ।
মল্লিক বাড়ি পুজো ২০২৩ : পুজোর সকল প্রস্তুতি প্রায় শেষের পথে । এরই মধ্যে মায়ের আরাধনা হয় কোনো বনেদি বাড়িতে আবার কোনো পাড়ার প্যান্ডেলে।

মল্লিক বাড়ি পুজো ২০২৩ : পুজোর সকল প্রস্তুতি প্রায় শেষের পথে । এরই মধ্যে মায়ের আরাধনা হয় কোনো বনেদি বাড়িতে আবার কোনো পাড়ার প্যান্ডেলে। কিন্তু জানেন কি এই প্রস্তুতি পর্বের প্রায় শেষ যাত্রায় ঘটে গেলো এমন একটি অমঙ্গল ? যা এখানে এর আগে কোনদিন ঘটেনি । হ্যাঁ এমনই একটি ঘটনার সাক্ষী হলো বহু বছরের পুরনো ও বিখ্যাত বনেদি বাড়ির পুজো , মল্লিক বাড়ির পুজো ।
সকলেই পরিচিত এই পুজোটির সঙ্গে । যেই পুজোটি পূজিত হয়ে থাকে অভিনেতা রঞ্জিত মল্লিকের নিজস্ব বনেদি বাড়িতে । পুজোর এই কটা দিন দেখা মেলে তার মেয়ে কোয়েল মল্লিকের। যেখানে কোয়েলকে বাড়ির পুজোতে সকলকে নিয়ে একসাথে পুজোর এই কটা দিন রমরমিয়ে কাটাতে দেখা যায় । মহালয়ার পর থেকে শুরু করে দশমী অবধি মল্লিক বাড়িতে বসে যেনো চাঁদের হাট।
তবে জানা যায়, ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর শুরু হয়েছিল ১৯২৮ সাল থেকে । প্রবর্তন করেছিলেন সুরেন্দ্র মাধব মল্লিক। যিনি ছিলেন টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের ঠাকুরদা। সেই থেকে শুরু করে এত বছরের প্রতিষ্ঠিত পুজোটি আজ ৯৯ বছরে পা রাখলো।
বহুবছর ধরে একই ভাবে চলে আসা পুজোটির কাঠামো স্থাপন করা হয় জন্মাষ্টমীর পরের দিন থেকে। মহালয়া পরবর্তী প্রতিপদ থেকে শুরু হয় চণ্ডীপূজো। নেই কোনো বলির নিয়ম। বৈষ্ণব মতে পুজো হয়, মহালয়ার পরের দিন থেকে বিসর্জন অবধি বাড়িতে চলে নিরামিষ খাবার। অষ্টমীর ভোগে চাল বাদ দেওয়া হয় মেনুতে থাকে লুচি, আলু ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি।
কিন্তু , ৯৯ বছরে পদর্পণ করার সাথে সাথে হঠাতই এই বছরে ঘটে গেলো মল্লিক বাড়িতে এক দুর্ঘটনা । যার কারণে বাড়ির সদস্যরা সহ রঞ্জিত মল্লিক খুবই নিরাশ হয়ে পড়েছেন । জানা গেছে, এই বছর মল্লিক বাড়ির দুর্গা প্রতিমার উচ্চতা ছিল ২০ ফুট। কিন্তু , সেই মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে মায়ের ডান হাত সহ মূর্তির একাংশ ভেঙে যায়। এবছর পুজোর দায়িত্বে ছিলেন কলকাতা পুর্নিগমের কর্মচারীরা। তাই এই ধরনের ঘটনা দেখে খুবই হতাশ হয়ে পড়েছেন রঞ্জিত মল্লিক। তিনি জানিয়েছেন , ‘এত বছর পুজো হচ্ছে, এরকম ঘটনা এই প্রথম দেখলাম। সবাই খুব ভেঙে পড়েছে। যারা মূর্তি তৈরী করেছে তাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। আবার নতুন করে কাজ শুরু হয়েছে’।