অন্য পুরুষে মজেছে স্ত্রী তৃণার মন! কেঁদে ফেললেন নীল!

নীলকে ভুলে বিরাট প্রেমে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও

কলকাতা: টেলিভিশনের পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছোটবেলার প্রেম তাঁদের। বছর কয়েক আগেই সেই প্রেম গড়িয়েছে বিয়েতে। কিন্তু দু’বছর যেতেই প্রেম-টেম সব ফিকে! স্বামীর নাম জিজ্ঞাসা করতেই যা কাণ্ড ঘটিয়ে ফেললেন তৃণা, তা দেখে কেঁদে কেটে অস্থির তাঁর রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্য।টেলিভিশনের পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছোটবেলার প্রেম তাঁদের। বছর কয়েক আগেই সেই প্রেম গড়িয়েছে বিয়েতে। কিন্তু দু’বছর যেতেই প্রেম-টেম সব ফিকে! স্বামীর নাম জিজ্ঞাসা করতেই যা কাণ্ড ঘটিয়ে ফেললেন তৃণা, তা দেখে কেঁদে কেটে অস্থির তাঁর রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্য। কী, সব তালগোল পাকিয়ে যাচ্ছে তো? ভাবছেন তো, এত সুন্দর সংসারে কোনও তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে নাকি? গতকাল অর্থাৎ রবিবার খেলা দেখতে গিয়েছিলেন দু’জনে। রবিবার ইডেন গার্ডেন্সে হাইভোলটেজ ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে ইডেনে ছুটেছে ক্রিকেটপ্রেমী মানুষ। তবে টিকিট নিয়ে যা হাহাকার ছিল তাতে বহু মানুষেরই বিরাটেকর সেঞ্চুরি আর ভারতের জয় চাক্ষুস দেখা হয়ে হয়নি। রবিবাসরীয় ছুটির দিনে টিভির পর্দাতেই ভারতের ‘বিরাট’ জয় সেলিব্রেট করেছে আমজনতা। এই দিন শুধু সাধারণ মানুষই বিরাট জ্বরে কাবু ছিল না, কিং কোহলি যখন ১০১ নট আউট তখন ভারতের জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা টেলি দুনিয়ার পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ইডেন থেকে একাধিক ছবিও শেয়ার করেছেন তারকা দম্পতি। কিন্তু, নীলের সঙ্গে থাকলেও তৃণার নজর ছিল বিরাটের দিকেই! মনপ্রাণ উজার করে কোহলির খেলায় একেবারে ডুবে গিয়েছিলেন। তাই তো পাশে নীল বসে থাকলেও, স্বামীর নামেও বিরাটের নাম উচ্চারণ করে ফেললেন তৃণা!যা শুনে একেবারে হতাশ নীল।
NEEL BHATACHARYA,TRINA SAHA,ICCWORLDCUP,SERIAL,COUPLE,VIRAT KOHLI

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি আবার শেয়ার করেছেন খোদ নীল ভট্টাচার্য। বউয়ের কাণ্ডটা সবাইকে দেখালেন বাংলা মিডিয়াম খ্যত এই অভিনেতা। এক নজরে দেখে নেওয়া যাক, কী রয়েছে ওই ভিডিয়োতে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে তৃনীল জুটিকে। নীল তৃণাকে একের পর এক প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, তোমার প্রিয় ক্রিকেটার কে? তৃণার উত্তর বিরাট। পরের প্রশ্নতোমার প্রিয় ব্যাটসম্যান? এবারে উত্তর অবশ্যই বিরাট কোহলি। প্রিয় ফিল্ডার কে, সেই প্রশ্নের উত্তরেও বিরাট নামই জপ করলেন তৃণা। প্রিয় বোলার কে জানতে চাইলে তখনও তৃণার উত্তর বিরাট। প্রশ্নোত্তর পর্বটা বেশ জমে উঠেছিল। শেষ প্রশ্নেই তো আসল ধামাকা।

এই পর্যায়ে নীল তৃণাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার স্বামীর নাম কী”? মজার কাণ্ড জানেন? এই সময়ও নীলের নাম নিতে গিয়ে ভুল করে বিরাটের নাম নিয়ে ফেলেন তৃণা। যদিও নিজের ভুল বুঝতেও পারেন তক্ষুণি। কিন্তু নীলের কি আর মন ভাল থাকে। কার্যত কেঁদে ফেলার মতো উপক্রিম হয় তাঁর। এই পুরোটাই কিন্তু হয়েছে মজার ছলে। তবে নিঃসন্দেহে নীল ও তৃণার প্রিয় খেলোয়াড়দের তালিকায় অবশ্যই রয়েছে বিরাট। গতকাল অর্থাৎ রবিবার বিরাটের জন্মদিন ছিল। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দেন বিরাট। ইডেনের মাঠে করেন শতরান। অন্যদিকে এই গোটা ম্যাচও দারুণ উপভোগ করেছেন টেলিপাড়ার এই স্বামী-স্ত্রী। তাঁদের ইডেনের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।




Leave a Reply

Back to top button