কথা বলার ক্ষমতাও নেই, মাকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন যশ

রাখী পোদ্দার, কলকাতা : প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তের মা ( Yash Dasgupta’s Mother)। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ন্তী দাশগুপ্ত ( Jayati Dasgupta)। জানা গিয়েছে বহু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরেই। আর সেই কারণেই তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা যশ দাশগুপ্তের মা ( Yash Dasgupta’s Mother)। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন অভিনেতা।
জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের মতোন আপনজন অন্য কেউ আর হয় না। যশের কাছেও তাঁর মা-ই ছিলেন সবকিছু। তাই মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত যশ। এমন পরিস্থিতিতে আপাতত কিছুটা একা সময় কাটাতে চান তিনি। এইরূপ কঠিন পরিস্থিতিতে অভিনেতা একটাই আবেদন জানিয়েছেন, এই দুঃসময়ে যেন তাঁকে এবং তাঁর পরিবারকে কিছুটা প্রাইভেসি দেওয়া হয়। অভিনেতার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মায়ের মৃত্যুতে ভীষণ ভাবে ভেঙে পড়েছেন অভিনেতা, এমনকি কথা বলার মতোও ক্ষমতা নেই তাঁর।
সম্পত্তির এক পয়সাও দেব না, প্রকাশ্যে মেয়ে সোনাক্ষীকে বহিষ্কার করলেন শত্রুঘ্ন
আপাতত কিছুটা একান্তে সময় কাটাতে চাইছেন অভিনেতা ও অভিনেতার পরিবার। আর তার জন্য সকলের কাছে অনুরোধও করেছেন তিনি। সদ্য মাতৃ হারা স্বামীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান ( Nusrat Jahan)। শেষকৃত্যের সময় সমস্ত আচার বিধি পালনে স্বামীর পাশেই সারাক্ষণ ছিলেন অভিনেত্রী।
‘মাম্মামের খোঁজ টুকুও নেয় না’, অপরাজিতাকে নিয়ে অভিযোগ ‘বিন্দুমাসি’ অভিনেত্রী অনামিকার
View this post on Instagram
সম্প্রতি নিজেদের আগামী ছবির শুটিংয়ের জন্য বিদেশের মাটিতে পা রেখেছিলেন যশ ( Yash Dasgupta) ও নুসরাত ( Nusrat Jahan)। নিজেদের ইনস্টাগ্রাম ছবিতে ভরিয়ে তুলেছিলেন এই জুটি। তবে কোন ছবির শুট করতে কোথায় গিয়েছিলেন এই জুটি সেই সম্পর্কে এখনও নিজেদের মুখ খোলেননি তাঁরা। আর এই শুটিং থেকে ফিরে এসেই এরূপ দুঃসংবাদ। মায়ের মৃত্যুতে কার্যত বিধস্ত হয়ে পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।