‘গাঁটছড়া’ থেকে গল্প চুরির অভিযোগ ফাঁসল ‘উড়ন তুবড়ি’, ক্ষোভে ফাটল দর্শক

সিরিয়ালের জগতে একটি ধারাবাহিক যাবে অপরটি আসবে এটাই নিয়ম। ঠিক তেমননি ‘অপরাজিতা অপু’ নামক ধারাবাহিকটি শেষ। তার পরিবর্তে আসতে চলেছে নয়া ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ ( Uron Tubri )। ২৮ মার্চ থেকে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে নয়া এই ধারাবাহিকটি। অনেক দিন ধরেই মাতামাতি হচ্ছিল নতুন এই ধারাবাহিকটি নিয়ে। অবশেষে সম্প্রচারিত হচ্ছে নতুন এই ধারাবাহিকটি। তবে সম্প্রচারিত হওয়ার খুব অল্প সময়ের মধ্যে বিতর্কে জড়ালেন ‘উড়ন তুবড়ি’র চিত্রনাট্য নির্মাতা। সামাজিক মাধ্যমে এই ধারাবাহিকটি নিয়ে বেশ নিন্দার ঝড় উঠেছে।

এই ধারাবাহিকের বিরুদ্ধে স্টার জলসার ‘গাঁটছড়া’ ( Gatchora Serial ) ধারাবাহিক নির্মাতারা সরাসরি অভিযোগ এনেছেন তাদের গল্প চুরি করে এই গল্প লেখা হয়েছে। তিন বোন ও মায়ের সংসার নিয়েই ধারাবাহিকের গল্প যা একেবারে মিলে যাচ্ছে ‘গাঁটছরা’র সাথে। ‘উড়ন তুবড়ি’তে মায়ের চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী ওরফে লাবনী সরকার। সংসার চালানোর জন্য কচুরির দোকান সামলাচ্ছেন। দুই মেয়ে তিন্নি ও তোড়াকে নিয়ে কোনও রকমে চলে অভাবের সংসার। নিজের রোজগারের টাকায় সংসার চালান সাবিত্রী।

Uron Tubri
Uron Tubri

আরও পড়ুন………অনিশ্চয়তায় কপিল শর্মার শো, অভিনেতারা সরে দাঁড়াচ্ছেন কপিলের থেকে

ছোট বোনের সঙ্গে স্বামীর পরকীয়া অতঃপর বিয়ে। স্বামীর সাথে সংসার করা হল না সাবিত্রীর। মেয়েদের খরচ ও সংসারের বোঝা টানার জন্যই অবশেষে সাবিত্রীকে কচুরির দোকান দিতে হয়। আর এই প্রথম পর্বের শুরু হয় নেটিজেনদের নিন্দা। সকলেই বলতে থাকেন যে, এই ধারাবাহিকটি স্টার জলসা থেকে চুরি করে নেওয়া হয়েছে। ভালো করে দেখলেই সাদৃশ্য পাওয়া যাবে। স্টার জলসার থেকে গল্প চুরি করে নিজেদের চ্যানেলের মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠতে থাকে।

Uron Tubri
Uron Tubri

আরও পড়ুন…………বলিউডের ছবি দক্ষিণে চলেনা, এদিকে RRR দাপিয়ে বেড়াচ্ছে দেশে! আক্ষেপ সলমনের

গল্প চুরির অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত জি বাংলার ‘উড়ন তুবড়ির’র ( New Bengali Serial ) পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে এ বিষয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লাবনী সরকার। যেহেতু তিনি মুখ্য চরিত্রে রয়েছেন তাই তিনি নিজের চরিত্রটি নিয়ে বলেন, সাবিত্রী কোনও অসাধারণ চরিত্র নয়। এটা খুবই সাধারণ চরিত্র। তাই এরকম চরিত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এই নিয়ে কোনও কানাঘুষো হলে তিনি পাত্তা দেবেন না বলে সাফ জানিয়েছেন।




Leave a Reply

Back to top button