‘দিদি নাম্বার ১’এ ফের দুষ্টু-মিষ্টি জীবনের কথা শেয়ার করলেন রাজা-মধুবনী
জি বাংলা সেই এপিসোডের একটি ক্লিপ শেয়ার করেছে যেখানে দুজনে একে অপরের সম্বন্ধে বলেন মন ছুঁয়ে নেওয়ার মতো কথা।

শুভঙ্কর, কলকাতা : বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির বহু জুটিই (বাস্তবে বিবাহিত) এখন জনপ্রিয়। সে নীল-তৃনা হোক কি অন্য কেউ, সবাই এখন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এর মধ্যেও আছে একটি জুটি যা মানুষের অত্যন্ত প্রিয়। সেটি হলো রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। মাঝেমধ্যেই তাদের জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ শোতে দেখা যায়। এই শোতে আসলেই তাদের বাস্তব জীবনের কেমিস্ট্রি ও বোঝাপড়া কতটা ভালো, সেটা মানুষের কাছে ফুঁটে ওঠে।
জি বাংলা সেই এপিসোডের একটি ক্লিপ শেয়ার করেছে যেখানে দুজনে একে অপরের সম্বন্ধে বলেন মন ছুঁয়ে নেওয়ার মতো কথা। ক্লিপটিতে দেখা যায় রাজা বলছেন, “আমি মানুষ হয়ে জন্মেছি। আমি কাজ করবো। আমি মনে করি নারী ও পুরুষ দুজনেই সমান। তাই সবারই সমানভাবে কাজ করা উচিত।” পাল্টা রাজার প্রশংসাও করেন মধুবনী। তাঁকে বলতে দেখা যায়, “ও ওস্তাদ। ও সব কাজ পারে।”
এরপরেই সেই ভিডিওতে দেখা যায় তাদের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। রাজা বলেন, “জাপানের সেই রোবটগুলোকে দেখেছো তো যারা সব কিছু করে। আমার ঠিক একই অবস্থা।” এরপর স্ত্রীর সম্বন্ধে রাজার বক্তব্য, ” অসামান্য জলটাও গরম করতে পারে না। কিন্তু মা হওয়ার পর থেকে ও পুরো পাল্টে গেছে।” পাল্টা মধুবনীর বক্তব্য, “এর আগে দিদি নম্বর ১-এ এসে আমি তো বলেছিলাম যে আমি শুধু জল গরম করতে পারি। কিন্তু এখন আমি খুব ভালো রান্নাও করতে পারি। সেই প্রমাণটা রাজা দেবে।”
উল্লেখ্য, রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর বিবাহিত জীবন ১০ বছরেরও বেশি। তাঁদের একটি পুত্র সন্তান আছে যার নাম কেসব। এই জুটি খুব সুখেই সংসার করছে। কোনরকম বিতর্কের মাঝে তাঁরা থাকেন না। এই মুহূর্তে রাজা গোস্বামী অভিনয় করছেন কালার্স বাংলার ‘বিয়ের ফুল’ সিরিয়ালে। অন্যদিকে মধুবনী সিরিয়াল জগতে ফিরতে চলেছেন ‘শ্যামা’ নামের একটি নতুন সিরিয়ালের হাত ধরে।