“রুশ আগ্রাসনে মৃত্যু হয়েছে শত শত শিশুর”- পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক জেলেনস্কি

বিশ্ব জুড়ে বেজে উঠেছিল যুদ্ধের রণডঙ্কা। রাশিয়ার আক্রমণের মধ্যে পড়ে বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে ইউক্রেন জুড়ে। বিগত কয়েক দশকে বহু যুদ্ধ ( Russia-Ukraine War ) দেখেছে এই বিশ্ব। আর প্রতিবারই এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, অস্ত্রের খেলায় সর্বদা সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষরাই। আর দীর্ঘকালের এই পরিণতি থেকে এবারেও বাদ পড়েনি জনগণ। ক্ষমতার লড়াইয়ে যখন মেতেছে দুই দেশ, তাঁদের মাঝে পড়ে তখনই চিড়ে চ্যাপ্টা হয়েছে সাধারণ মানুষ।

টানা ২১ দিন ধরে চলছে ( Russia-Ukraine War )  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। একের পর এক বোমা বর্ষণের শব্দে কেঁপে উঠছে গোটা দেশ। যুদ্ধ বাঙ্কারেই আটকে রয়েছেন বহু। খাদ্য থেকে পানীয় সব কিছুই শেষের পথে। ভাঁড়ারেও টান পড়েছে অনেকের। তারই মধ্যে আবার রাশিয়ার আগ্রাসী মনোভাব। প্রাণে বাঁচাও কঠিন হয়ে গেছে। এই গোটা যুদ্ধে ক্ষতি হয়েছে অনেক। বিশ্ব জুড়ে ছড়িয়েছে নানা তথ্য। প্রাণ গেছে অনেকের। যার জেরে বিশ্ব দরবারেও যুদ্ধ অপরাধীর হাতকড়া পড়েছে পুতিনের হাতে। শান্তির মুখোশ পড়েও নিজের সাম্রাজ্যবাদী মনোভাবকে বহিঃপ্রকাশ করা থেকে রুখতে পারেনি রুশ শাসক। ইউক্রেন সরকারকে উপড়ে ফেলতে আক্রমণ। নিজের লক্ষ্যে পৌঁছতে না পেরে সেখানকার জনগণকেও নিজের আক্রমণের প্রকোপ থেকেই রেহাই দেয়নি পুতিন।

Russia-Ukraine Warইতিমধ্যে রাশিয়ার আক্রমণের জেরে সেই দেশে প্রাণ হারিয়েছেন বহু। শুধুই যে সেই দেশের জনগণ এমনটা মোটেই নয়। সেই দেশ বসবাসকারী ভিনদেশিদেরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া থেকে বিরত থাকেনি রুশ শাসক। উল্লেখ্য, ভারতীয় থেকে মার্কিন নাগরিক ও দেশের বহু নাগরিকের মৃত্যু হয় রাশিয়া আক্রমণে। তবে মৃত্যু সঠিক পরিসংখ্যান মেলেনি এখনও। তারই মধ্যে আরও একটি ভয়াবহ তথ্য উঠে আসে বিশ্বের সামনে। রুশ সেনার ( Russia-Ukraine War ) আক্রমণে ইউক্রেনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৩ জনের। এদিন একটি ভিডিও বার্তার মধ্যে দিয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদমির জেলেনস্কি জানান, “ইতিমধ্যে রুশ সেনা ইউক্রেনের বহু শান্তি প্রিয় শহরে আক্রমণ করে ফেলেছে। খারকিভ থেকে শুরু করে একাধিক জায়গায় এখনও লাগাতর বোমা বর্ষণ চলছে।” এদিন তাঁর সংযোজন, “এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রুশ সেনার আক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১০৩ ইউক্রেনীয় শিশুর।”

আরও পড়ুন…….নামাজ পড়ছেন বিবেক অগ্নিহোত্রী!ছবি ভাইরাল হতেই উঠল বিতর্কের ঝড়

এদিন জেলেনস্কি আরও জানান, রুশ সেনা লাগাতর ইউক্রেনের ( Russia-Ukraine War ) রাজধানীতে আক্রমণ করে চলেছে। রাশিয়া বারংবার দেশের নিউক্লিয়ার প্ল্যান্টগুলিতেও বোমা বর্ষণ করার চেষ্টা করে চলেছে বলেই অভিযোগ জেলেনস্কির। জেলেনস্কি ছাড়াও দেশের একাধিক প্রশাসনিক মহল তরফেও এই একই তথ্য উঠে আসছে। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ ইউনিসেফ তরফে জানান হয়েছে, রাশিয়া-ইউক্রেনের আক্রমণের জেরে দেশে ফের বাড়তে চলেছে শিশু শরণার্থীর সংখ্যা। এই যুদ্ধের জেরে দুই শিশুর মধ্যে একজন শিশু পরিণত হয়েছে শিশু শরণার্থীতে।




Leave a Reply

Back to top button