প্রাক্তনের সঙ্গে শেষবার সঙ্গমের আবদার জুড়লেন কঠিন রোগে আক্রান্ত স্ত্রী

স্ত্রীর শেষ ইচ্ছা জানতে চেয়েছিলেন স্বামী আর তাতেই হিতে বিপরীত

পূর্বাশা, হুগলি: স্ত্রী কঠিন রোগে আক্রান্ত। দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসা হলেও সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই যে কটা দিন তিনি পৃথিবীর আলোয় রয়েছেন সে কটা দিনে তাঁর ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বামী। আর তাতেই হল কাল। স্ত্রীর মনের ইচ্ছে শুনে চক্ষু চড়কগাছ হল স্বামীর। জনসমক্ষে একটি পোস্ট করে তিনি লিখেছেন, তাঁর স্ত্রীর শেষ ইচ্ছে প্রাক্তনের সঙ্গে সঙ্গম।

Relationship,Marriage,Married life,Love story,International News,Social Media,Viral

একটি মাইক্রো ব্লগিং সাইটে সেই ব্যক্তি লিখেছেন, তার স্ত্রী বিরল রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসক জানিয়েছেন, তিনি আর নয় মাস মতো বাঁচবেন। আর একথা জানার পর স্ত্রীর শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চান তাঁর স্বামী। আর তাতেই বিপত্তি। স্ত্রী তাঁর প্রাক্তনের সঙ্গে সঙ্গমের অনুমতি চেয়ে বসে। যদিও নৈতিকভাবে এ আবদার মানা কার্যতই অসম্ভব, তাও স্ত্রীর মুখ চেয়ে দোটানায় পড়ে যান তিনি। তাও স্বামীর বক্তব্য, এ আবদার মানা তাঁর পক্ষে সম্ভব নয়।

Relationship,Marriage,Married life,Love story,International News,Social Media,Viral

এই পোস্টের পরই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীকে ‘ব্যাভিচারী’ তো কেউ ‘বিশ্বাসঘাতক’ আখ্যাও দিয়ে দিয়েছেন। মহিলার আচরণ প্রসঙ্গে কটূক্তি ছুঁড়েছেন অনেকে। আবার কেউ কেউ বলেছেন। মহিলা সৎ হওয়ায় মনের ইচ্ছে সরাসরি নিজের স্বামীকে জানিয়েছেন।




Leave a Reply

Back to top button