ঋণের দায়ে যৌনকর্মী! এক রাতে ১৭ জন পুরুষের শয্যসঙ্গিনী ১৬ বছরের নাবালিকা

বিগত কয়েকবছরে অনেকটা পরিবর্তন হয়েছে সমাজের ( Society )। উন্নতির এক শিখরে পৌঁছে গিয়েছে মানব সমাজ। আর এই উন্নতির মধ্যে দিয়েই ব্যবধান তৈরি হয়েছে সমাজের মধ্যে। এক শ্রেণী কবলে পৌঁছে গেছে সব কিছু। আরেক শ্রেণী পরিণত হয়েছে সর্বহারাতে। জীবন চালাতে গিয়ে তাদের হাবুডুবু খেতে প্রতিদিন। এই শ্রেণীরই এক অংশকে সমাজ আবার চেনে এসকর্ট হিসাবে। বাংলায় বলতে গেলে যৌনকর্মী। পেট চালাতে শরীরই তাঁদের কর্মস্থল। দিন প্রতিদিনের অমানবিক অত্যাচারের জেরে তাঁদের জীবন পরিণত নরকে। কিন্তু পেটের দায়ে বন্ধ রাখতে হয় মুখ।
তবে কতদিনই বা সহ্য করা যায় এ হেন অত্যাচার। একটা সময় পর বাঁধ ভাঙে ধৈর্য্যের। আর এমনটাই ঘটেছে লন্ডনে। দায়ের হয়েছে অভিযোগ। ১৬ বছরের এক নাবালিকা ১৭ জন পুরুষের সঙ্গে শয্যসঙ্গী হতে বাধ্য করা হয়েছে বলেই অভিযোগ। জানা গিয়েছে, এসকর্ট সার্ভিস ( Escort Service ) সংস্থার থেকে ঋণ নিয়ে ছিল ওই নাবালিকা। আর ঋণ ( Loan ) পরিশোধ করতেই এই প্রকার জঘন্য কাজ করতে বাধ্য করা হয় তাঁকে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’বছরের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই সংস্থায়। পাশাপাশি এসকর্ট সংস্থার টেলর জো ওয়াকারের ১৭ মাস জেলের শাস্তি হয়েছে।
সংবাদ সংস্থা দ্যা সান সূত্রে খবর, দুই সপ্তাহে মোট ৩০ জন ব্যাক্তির সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয়। এর জন্য প্রতি আধ ঘন্টার ভিত্তিতে ৮০ ইউরো পারিশ্রমিক দেওয়া হয় তাঁকে। এসকর্ট প্রতিনিধির বক্তব্য, ধীরে ধীরে বিষয়টায় অভ্যস্ত হয়ে যাবে সে। মেয়েটি সংস্থার থেকে ৩ হাজার ইউরো ঋণ নিয়েছিল।
এই অমানবিক অত্যাচারের জেরে ক্লান্ত হয়ে অবশেষে সেই নাবালিকা ( Girl ) পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে যোগাযোগ করেন এসকর্ট সংস্থাটি। এরপর ওই নাবালিকা একান্তে ডেকে স্বল্পবাসে তার কিছু ছবি তোলা হয়। এই বিষয়ে নিউ ক্যাসেল ক্রাউন কোর্টের আইনজীবী বলেন, “ভুক্তভোগী মেয়েটি পুলিশকে জানায় যে তিনি কিছুতেই না বলতে পারেননি। কারণ অভিযুক্ত তাকে বিষয়টিতে কায়দা করে ফাঁসিয়ে দেয়।”
আরও পড়ুন……….The Kapil Sharma Show ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বঙ্গসন্তান সুমনার , জেনে নিন কারন
আরও পড়ুন………..খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি! সুন্দরীর প্রতিক্রিয়ায় হতবাক নেট দুনিয়া
অভিযোগ, নাবালিকার বয়সের বিষয়েও ভুল তথ্য দেওয়া হয় গ্রাহকদের। তার বয়স ১৬ বছর কোনও কিছুই জানানো হয়নি গ্রাহকদের। নাবালিকা জানিয়েছে, এসকর্ট টেলর জো ওয়াকার তাকে বলে, এটা তোমাকে করতেই হবে, নচেত আর কীভাবেই বা তুমি অর্থ উপার্জন করবে।