Amazon Forest : একেবারে পুড়ে যাবে অ্যামাজন! চিন্তায় বিজ্ঞানীমহল

রাখী পোদ্দার, কলকাতা : বিশ্বের মনোযোগ যখন করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গ্রাস করছে তখন অ্যামাজন বন ( Amazon Forest) নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে, অ্যামাজনের তিন-চতুর্থাংশ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিজে থেকেই পুড়ে যাবে। বিজ্ঞানীদের মতে এই পুড়ে যাওয়া বন কখনওই পুনরুদ্ধার করা সম্ভব হবে না। অর্থাৎ ভবিষ্যতে এই বিশাল আয়তন বনভূমি পরিণত হবে সমভূমিতে। এমনকি মানুষও এক্ষেত্রে অ্যামাজনকে ( Amazon Forest) কোনো সাহায্য করতে পারবে না। ল্যাটিন আমেরিকা বিশ্ববাসীকে ফুটবলার পেলে, মারাদোনা, মেসির ( Messi) মতোন বিশ্ব যোদ্ধাদের সহ উপহার দিয়েছে আমাজনকেও। পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণকে মুক্ত করতে নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই অ্যামাজন ( Amazon Forest)। আমাজনের অবস্থান শুধুমাত্র ব্রাজিলে ( Brazil) নয়, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া ( Bolivia), গিয়ানা, সুরিনাম, ফ্রান্স গায়ানা দেশেরও কিছু কিছু অংশ জুড়ে রয়েছে এই বনভূমি। তবে আমাজনের ( Amazon Forest) ৬০ শতাংশ বনভূমি রয়েছে ব্রাজিল ( Brazil) দেশের অন্তর্গত। ৫৫ হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থান করা এই বিশাল গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন ( Oxigen) উৎপাদন করে এবং এক-চতুর্থাংশ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। যথার্থ ভাবেই পৃথিবীর ফুসফুস নামে সার্থক এই বৃষ্টি অরণ্য।

Petrol Price Hike :রাত পোহালেই রেজাল্ট, কতটা বাড়তে পারে পেট্রোপণ্যের দাম, আশা-আশঙ্কার দোলাচলে মধ্যবিত্ত

Amazon Forestতবে সেই পৃথিবীর ফুসফুস এখন ক্ষতিগ্রস্ত। অবৈধভাবে গাছ কাটা এবং গ্লোবাল ওয়ার্মিং অ্যামাজন ( Amazon Forest) বনের সহনশীলতা ক্রমশ হ্রাস করছে। এসব কারণে বৃষ্টির পুরো প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণা অনুসারে, এমন একসময় আসবে যখন অ্যামাজন এলাকায় খুব কম বৃষ্টি হবে। ফলে বন নিজে থেকেই শুকিয়ে যাবে, যার কারণে এখানে লাগতে পারে আগুনও। আর কম বন মানেই কম বৃষ্টি। এই ভয়ঙ্কর চক্রে আটকা পড়ে অ্যামাজন নিজেই শেষ হয়ে যাবে একদিন। ইংল্যান্ডের ( England) এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ( University of Exeter) বিজ্ঞানীরা ( Scientists) পঁচিশ বছরের স্যাটেলাইট ডেটা বের করে এই গবেষণাটি তৈরি করেছেন। গবেষকরা বোঝার চেষ্টা করেছিলেন যে অ্যামাজন ( Amazon Forest) কীভাবে পরিবর্তিত পরিবেশের সাথে লড়াই করে। তারা অ্যামাজনে প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড়, মানুষের ক্রিয়াকলাপ এবং আকস্মিক ঋতু পরিবর্তনের প্রভাবও তদন্ত করেছে। কবে নাগাদ অ্যামাজন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তা নিয়ে গবেষণা চলছে এখনও।

Liquor Ban : বেয়াইনি মাদক ব্যবসা বন্ধ করতে বিহারে নতুন পদক্ষেপ, বাজেয়াপ্ত করা হবে সমস্ত সম্পত্তি

Amazon Forestগবেষকদের মতে, ২০০০ সাল থেকে অ্যামাজনের ( Amazon Forest) স্ট্যামিনা অর্থাৎ সহনশীল ক্ষমতা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। বনের সহনশীল ক্ষমতার মানে হল, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার পরে বন কীভাবে নিজেকে পুনরুদ্ধার করে। এই পুনরুদ্ধার বিলম্বিত হলে কিংবা একেবারেই নিজে থেকে পুনরুদ্ধার না হলে সেই বনের গাছপালা, নদী ও সেখানে বসবাসকারী প্রাণীদের পৃথিবী থেকে বিলুপ্তির ঝুঁকি তৈরি হয়। বিজ্ঞানীদের মতে, বনের অভ্যন্তরে প্রায় ২০০ কিলোমিটার এলাকার সহনশীল ক্ষমতা ( Endurance Power) এখন পুরোপুরি শেষ। এটি একটি শুষ্ক অঞ্চলে পরিণত হয়েছে যেখানে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়।

Asian Meet: এশিয়ান মিটে কৃষককন্যা, পদক জয়েই নতুন শিরোপা ছিনিয়ে নিলেন রিতিকা নেহা

গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, অ্যামাজনকে ( Amazon Forest) বাঁচাতে হলে প্রথমেই প্রয়োজন গ্রিনহাউস গ্যাসের ( Greenhouse Gases) নির্গমন কমানো। চলতি বছরের অক্টোবর মাসে ব্রাজিলে প্রেসিডেন্ট ( Brazil President) নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ব্রাজিলের অভ্যন্তরে অবস্থিত অ্যামাজন বনের ভাগ্য নির্ধারণ করতে পারে, কারণ বর্তমান রাষ্ট্রপতি জাইর বলসোনারো ( Jair Bolsonaro) প্রাকৃতিক সংরক্ষণে খুব বেশি মনোযোগ দেননি। যদি ব্রাজিল থেকে বেরিয়ে আসা অ্যামাজন বনে বসবাসকারী ৪০ শতাংশ স্থানীয় মানুষ এবং উপজাতিদের জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে এর সংরক্ষণ আরও ভাল হবে। বিজ্ঞানীরা মনে করেন, অ্যামাজন ( Amazon Forest) বন পুড়ে গেলে এখান থেকে ৯ হাজার কোটি টন কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, যা বায়ুমণ্ডলের উষ্ণতা দ্রুত বৃদ্ধি করবে।




Leave a Reply

Back to top button