‘আর আর আর’ ঝড়ে টিকিটের দাম চড়েছে, ছবির মুক্তিতেই বাজিমাত

রাজকুমার মণ্ডল, কলকাতা : ফিল্মের নাম আর আর আর। ট্রিপল আর। মুক্তি পেল নতুন ফিল্ম আর আর আর। ফিল্মটির জনপ্রিয়তা তুঙ্গে। টিকেটের চাহীদা বাড়ছে উত্তরোত্তোর। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমা হলে মুক্তি পেল এস এস রাজামৌলি পরিচালিত নতুন ছবি ‘আর আর আর’ (RRR)। ৩০০ কোটি টাকারও বেশি বাজেটের ছবি মুক্তি পাওয়ার আগেই দক্ষিণে রীতিমত ঝড় উঠতে শুরু করে। রামচরণ, জুনিয়র এনটিআরদের ছবিতে উত্তর ভারত থেকে দর্শক ( RRR ) টানতে আলিয়া ভাট, অজয় দেবগণকেও দেখা যাবে ক্যামিও চরিত্রে। দর্শকরাও প্রথম দিনেই চরম উন্মাদনার প্রমাণ রাখল।
আর আর আর ছবিতে ( RRR ) রয়েছে জমজমাট অ্যাকশন। ছবি মুক্তিকে কেন্দ্র করে দক্ষিণের সিনেমা হলগুলোতে যাতে ভক্তরা অতি উৎসাহে কোনওরকম গোলযোগ বাঁধাতে না পারেন তার জন্য সিনেমা হলের ভিতর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে জমজমাট অ্যাকশন এবং উত্তেজনা। একাধিক সিনেমা হলের স্ক্রিনের সামনে কাঁটাতারের বেড়া ( RRR ) বা কোথাও পেরেক আটকে রাখার ব্যাবস্থা করা হয়েছে। সুপারস্টার রামচরণ তেজা বা জুনিয়র এনটিআরকে স্ক্রিনে দেখে দর্শকরা ঝাঁপিয়ে পড়তে না পারেন সেজন্যই এই ব্যাবস্থা।
আরও পড়ুন কেরানি পুস্করনাথের ছেলে অনুপম, এখন দুশো কোটির নায়ক অনুপম খের
একই দিনে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিন ছবির শুধু হিন্দি ভার্সনের জন্যই ৮ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। মুক্তির আগেই ‘আর আর আর’ ছবির টিকিটের চাহিদা প্রচুর। টিকিট ২ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে! এই তথ্য জেনে সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজা করে বলাবলি করছেন যে ‘আর আর আর’ দেখার জন্য টিকিটের মূল্যে ২ বছর সাবস্ক্রিপশনের খরচ উঠে আসবে! মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে শুরু করেছে এই দক্ষিণী ছবিটি। পরিস্থিতি অনুকূলে থাকলে খুব তাড়াতাড়ি ১০০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে যাবে ‘আর আর আর’। কারণ মুক্তির আগেই ‘আর আর আর’ ছবির টিকিটের চাহিদা প্রচুর।