Russia: আরও চাপে রাশিয়া,যুদ্ধবাজ পুতিনের দেশে পণ্য বিক্রিতে রাশ অ্যাপল,নাইকির

রাশিয়া ইউক্রেনের ( Ukraine ) যুদ্ধের ( War )জেরে বিপর্যস্ত কার্যত গোটা বিশ্ব । এই দুদেশের মধ্যে চলা যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বের রাজনীতি থেকে অর্থনীতি নিস্তার নেই জীবনযাত্রার ক্ষেত্রেও । রাশিয়ার ( Russia ) যুদ্ধপ্রিয় মানসিকতাকে আন্তর্জাতিক মহলে ধিক্কার জানিয়েছেন অধিকাংশ সদস্য । রাশিয়া ( Russia ) তার এরুপ মানসিকতা থেকে বেরিয়ে না এলে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুশিয়ারি জানিয়েছে প্রভাবশালী অনেক দেশ । ইউক্রেনে হামলার জের ধরেই ইতিমধ্যে রাশিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন বহু দেশ ও সংস্থা । এবার এই পথেই হাঁটতে চলেছে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল । সম্প্রতি তারা বক্তব্য পেশ করেন যে রাশিয়ার সাথে খুব শীঘ্রই তারা সমস্ত চুক্তি ভঙ্গ করবেন ।
আরও পড়ুন…………………Russia-Ukraine War : “ওটা যেনো একটা নরক”- ইউক্রেন থেকে ফিরে প্রতিক্রিয়া ভারতীয় ছাত্রের
আন্তর্জাতিক সংবাদসংস্থা মারফত জানা গেছে প্রযুক্তি জগতে বিখ্যাত অ্যাপল ( Apple ) কোম্পানি ইতিমধ্যেই রাশিয়ায় ( Russia ) তাদের পেমেন্ট সিস্টেম ,অ্যাপল পে এবং লাইভ ট্রাফিক ট্র্যাকিং সহ আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা সীমিত করে দিয়েছে । অনেক পরিষেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে । রাশিয়ার ( Russia ) যে সমস্ত গ্রাহকরা এই মুহূর্তে এই পরিষেবাগুলো গ্রহণ করতে চাইছে তাদের জন্য একপ্রকার প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ।
বিবিসি’র তথ্যসুত্রে জানা গেছে রাশিয়ায় নেওয়া অ্যাপলের ( Apple ) এই পদক্ষেপ সত্যিই সে দেশের নাগরিকদের জীবনযাত্রায় ব্যাপকভাবে প্রভাব ফেলবে । প্রাযুক্তিক উৎকর্ষতার ক্ষেত্রে বিরাট সমস্যা তৈরি হতে পারে বলে তারা মন্তব্য করেছেন । বেশ কিছুদিন আগেও ইউক্রেনের ভাইস প্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ অ্যাপলের ( Apple ) চ্যায়ারপার্সন টিম কুকের কাছে চিঠি প্রস্তাব জানান যে তারা যেন রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয় ।
আরও পড়ুন……ট্রেনের কামরায় রুপান্তরকামীর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেতা রাজপাল যাদব ! কিন্তু কেন , তোলপাড় নেট দুনিয়া
উল্লেখ্য যে কেবলমাত্র অ্যাপল নয় আরও অনেক সংস্থা রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছেন । বিখ্যাত কোম্পানি নাইকি ( Nike ) ও হলিউডের নামজাদা অনেক প্রোডাকশন হাউসও ইতিমধ্যে রাশিয়ায় তাদের পরিষেবা সীমিত করে দিয়েছে । রাশিয়া যদি আন্তর্জাতিক মহলে সকলের বিরোধিতা করে যুদ্ধের সমর্থন করেন সেক্ষেত্রে অনেকেই রাশিয়ায় নিজেদের ক্ষেত্রফলে হ্রাস টানবেন বলে জনাচ্ছেন বিশেষজ্ঞরা ।