Russia-Ukraine conflict: রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের বলি এবার সুরাপ্রেমীরা

সারা বিশ্বই এখন আতঙ্কিত রাশিয়া ইউক্রেনের ( Russia Ukraine conflict ) যুদ্ধের প্রভাব নিয়ে । চিন্তার ভাঁজ সকলের কপালে । এরই মধ্যে আবার দুশ্চিন্তায় ঘুম উড়েছে সুরা প্রেমীদের । কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের বাজারের দরেরে ওঠা নামা সাধারণ বিষয়ে দাঁড়িয়েছে । গম ও বার্লি উৎপাদনে অন্যতম প্রধান দেশ হল ( Russia Ukraine conflict ) রাশিয়া ও ইউক্রেন । শুধু তাই নয় গোটা পৃথিবীতে গম উৎপাদনে এগিয়ে রয়েছে এই দুই দেশ । বার্লি উৎপাদনের ক্ষেত্রেও এই দুই দেশ ( Russia Ukraine conflict ) এগিয়ে রয়েছে । আর বার্লি হল সেই উপাদান যা বিয়ার উৎপাদনের ক্ষেত্রে অপরিহার্য ।

আরও পড়ুন…………Volodymyr Zelenskyy Dance যুদ্ধ আবহেই শোরগোল নেট দুনিয়ায়, মুহূর্তেই ভাইরাল ইউক্রেনের প্রেসিডেন্টের নাচের ভিডি।।

এখন রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের জেরে এই উপাদানগুলো কতটা জোগাড় করতে পারবে এই নিয়ে বেশ দোটানায় রয়েছেন বিয়ার উৎপাদক সংস্থাগুলো । বেশ বড় রকমের লোকসানের মুখে পড়তে চলেছে বিয়ার সংস্থাগুলো । রাশিয়া ও বার্লি গম উৎপাদনের আঁতুড়ঘর হওয়ায় বিয়ারের মূল উপাদানগুলো জোগাড় করা নিয়ে রীতিমত আশঙ্কায় রয়েছেন গম উৎপাদক সংস্থাগুলো ।

Russia-Ukraine conflict: রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের বলি এবার সুরাপ্রেমীরা

আর বিয়ারের সংকট যদি হয় ভারতে তাহলে তো কোনও কথা নেই । ভারতে বিয়ারের চাহিদা অনেক বেশি । বিয়ারপ্রেমীদের সংখ্যাও কম নয় । পার্টি মানেই এখানে বিয়ার থাকবেই । আর ইদানিং মদের থেকেও বিয়ারের প্রতি ঝোঁক অনেকগুন বাড়ছে । তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ করে বিয়ারের প্রতি আলাদাই একটা নেশা । শুধু বিয়ার নয় হুইস্কিতেও বার্লি ও গমের প্রয়োজন হয় । সেক্ষেত্রে দেখলে হুইস্কির দামও বৃদ্ধি পাবে ।

আরও পড়ুন………‘আমি বললে, দু -মিনিটের মধ্যে ওটা ফাঁকা হয়ে যাবে’- কামারহাটিতে দাঁড়িয়ে মদনের হুঁশিয়ারি

বিয়ারের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে । ইকোনমিক টাইমসের প্রতিবেদনে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন নামজাদা বেশ কিছু বিয়ার প্রস্তুতকারক সংস্থা । তাদের মতে এই মুহূর্তে এই বিষয়ে একান্তই সিদ্ধান্ত নিতে পারে বিয়ার প্রস্তুতকারক সংস্থা ও রাজ্য সরকার । সমস্থ জল্পনার অবসান ঘটাতে তাই চোখ রাখতে হবে সংবাদমাধ্যমের উপর ।




Leave a Reply

Back to top button