প্রথম ম্যাচ হারেই শাস্তির মুখে সিএসকে, রাজমিস্ত্রির কাজ করতে হল ধোনি-জাড্ডুদের

রাজকুমার মণ্ডল, কলকাতা : শাস্তির কবলে চেন্নাই সুপার কিংস ক্রিকেটাররা( Chennai Super Kings ) । হারের শাস্তি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেই বিপত্তি। ম্যাচ হারের শাস্তি স্বরূপ রাজমিস্ত্রির কাজে নেমে পড়তে হল সিএসকে খেলোয়াড়দের। অবশ্য এরকম শাস্তির নজির ক্রিকেট বা ফুটবলে প্রচুর রয়েছে। ম্যাচ হারার পরেই হরেক শাস্তির মুখে পড়তে হয়েছে ফুটবলারদের। তবে আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের নিয়োগ করা হল রাজমিস্ত্রির কাজে। প্রাক্তন অধিনায়ক ও বর্তমান অধিনায়ক কেউই ছাড় পেলেন না।
চেন্নাই সুপার কিংস তাদের আইপিএল ( Chennai Super Kings ) সফরের প্রথম ম্যাচেই হেরে যায়। ধোনি-জাজেজার দলের নিখুঁত কম্বিনেশন থাকার সত্ত্বেও হার দলের। অবশ্য এটা ক্রিকেট! আবার কুড়ি-বিশের খেলা। টি২০ ক্রিকেটে কম্বিনেশন সবসময় কাজে নাও আসতে পারে সেটা ভালোরকম জানেন দলের হেড স্যর স্টিফেন ফ্লেমিং( Chennai Super Kings ) । প্রাক্তন অসি অধিনায়ক এই হারে খুশি নন। চেন্নাই দলের স্পিরিট বাড়াতে নতুন পন্থা অবলম্বন করলেন ফ্লেমিং। শাস্তি স্বরূপ রাজমিস্ত্রির কাজে লাগালেন ক্রিকেটারদের। কড়া নজরে রাখলেন ক্রিকেটারদের গতিবিধি।
আরও পড়ুন শণির প্রবেশ কুম্ভে ৩০ বছর পর, উন্নতি-লাভে ভরপুর এই তিন রাশি
বিন্দুমাত্র রেহাই পেলেন না দলের কেউই। ইট, বালি, সিমেন্ট নিয়ে দেওয়াল গাঁথতে হল প্রত্যেক ক্রিকেটারদের। ক্রিকেটাররা ম্যাচ হারের পর যথাযোগ্য শাস্তি পেয়েছেন বলে মনে করেন সিএসকে ম্যানেজমেন্ট। এটা আসলে প্রাক্তন অসি ক্রিকেটারের মাথার খেলা। দলের মধ্যে একাত্মবোধ জাগ্রত করতেই এই পন্থা অবলম্বন করেছেন তিনি। লম্বা সফরে অনেক সময় একের সঙ্গে অন্যের মেলবন্ধনের অভাব বোধ হয়। এই দূরত্ব ঘোচাতে মাঠে নেমেছেন কোচ ফ্লেমিং। মজার কাজের মাধ্যমে ক্রিকেটারদের মধ্যে সমঝোতা ও পারস্পরিক মেলবন্ধন সৃষ্টি হবে বলে মনে করা হয়। দলের সকল ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফেপা পরিবারের মতো মিশে যেতে পারবেন একে অপরের সঙ্গে।