Chernobyl nuclear power plant : এই সংবাদমাধ্যম বলছে ভারত দখল করেছে ইউক্রেন, কিন্তু কেন বলল এমন

রাখী পোদ্দার,কলকাতা : এর আগেও বহুবার ভারতীয় টিভি নিউজ চ্যানেলগুলি ( Indian News Channel) বেশ অদ্ভুত গল্প প্রচার করেছে তাদের চ্যানেলে। মূল বিষয়বস্তু থেকে সরে গিয়ে এক্কেবারে ভিন্ন তথ্য তুলে ধরেছে দর্শক মহলের সামনে। এর ফলে বহুবার হাসির পাত্রেও পরিণত হতে হয়েছে তাদের। তাদের এইরূপ ভূল তথ্য প্রদানের উদ্দেশ্য যাই হয়ে থাকুক না কেন, দর্শকরা তাদের কাছ থেকে নির্ভূল তথ্য পাওয়ার আশাই করে থাকে সবসময়। কিন্তু মানুষের এই আশায় সফল হওয়ার ক্ষেত্রে একাধিক বার ব্যর্থ হয়েছে এই নিউজ চ্যানেলগুলি ( Indian News Channel)। সম্প্রতি এমনই একটি ঘটনা উঠে এল সবার সামনে। ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম আজ তকের ( Aaj Tak) বিরুদ্ধে উঠল এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি একজন আজ তক ( Aaj Tak) চ্যানেলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তারা ভারতের চেরনোবিল পারমাণবিক কেন্দ্র ( Chernobyl nuclear power plant) দখলের খবর প্রচার করছে। হ্যাঁ ঠিকই শুনছেন এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে দর্শক মহলের কাছে। রাশিয়া ( Russia Ukraine War) নয় বরং ভারত দখল করেছে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্র ( Chernobyl nuclear power plant )। নিউজ বাইটের একটি লাইনে স্পষ্ট দেখা যাচ্ছে, চেরনোবিল পারমাণবিক প্ল্যান্ট পার ভারত কা কাবজা যার বাংলা অনুবাদ করলে দাড়ায় ভারত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ( Chernobyl nuclear power plant ) দখল করেছে। এই একই স্ক্রিনশট শেয়ার করেছেন বহুজন। এর থেকে নাকি আবার তৈরি করা হয়েছে মিমও। তবে এখন প্রশ্ন হল এই যে, এমনটা প্রচারের কারণ কি?
Russia-Ukraine conflict: রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের বলি এবার সুরাপ্রেমীরা
সম্প্রতি এক সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের একজন উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ( Mykhailo Podolyak) বলেন, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ( Chernobyl nuclear power plant ) রাশিয়ান বাহিনী দ্বারা দখল করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, রাশিয়ানদের দ্বারা সম্পূর্ণ অর্থহীন আক্রমণের ( Russia Ukraine War) পরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ( Chernobyl nuclear power plant ) নিরাপদ বলা অসম্ভব। এটি আজ পর্যন্ত ইউরোপের সবচেয়ে গুরুতর হুমকিগুলির মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় রাষ্ট্রের সবচেয়ে বড় হামলার উদাহরণ হল এই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ( Russia Ukraine War)। রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা চালায় ইউক্রেনের ওপর। একটি রাশিয়ান নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিছু রাশিয়ান সেনারা বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে প্রবেশের আগে চেরনোবিল বহির্ভূত অঞ্চলে ভিড় জমিয়েছিল। ১৯৮৬ সালে সোভিয়েত ইউক্রেনের চেরনোবিল বিপর্যয়ের ফলাফল দেখা গিয়েছিল ইউরোপের বিভিন্ন অঞ্চলে। কয়েক দশক পরে, এটি একটি পর্যটক আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে। তবে জানা গিয়েছে, রাশিয়ান আক্রমণের ( Russia Ukraine War) প্রায় এক সপ্তাহ আগে চেরনোবিল জোন ( Chernobyl nuclear power plant ) পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ( Zelenskyy) বিদ্যুৎ কেন্দ্রটি দখলের কিছুক্ষণ আগে টুইট করে লেখেন, আমাদের রক্ষকরা তাঁদের জীবন দিচ্ছেন যাতে ১৯৮৬ সালের ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হয়।