এলন থেকে ইলোনা! টুইটারে এলন মাস্কের নাম পরিবর্তনে নেট পাড়ায় জল্পনা

স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক ( Elon Musk ) তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ ভাবছেন হয়তো সাইবার হামলার শিকার হয়েছেন এই ধনকুবের ( Elon Musk )  । কারণ দুই দিন আগে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে একক লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এলন মাস্ক ( Elon Musk ) ।

তিনি জানিয়েছিলেন, তার ( Elon Musk )  আর পুতিনের একক লড়াইয়ে বাজি থাকবে ইউক্রেন। পরে একটি ফলোআপ পোস্টে রুশ প্রেসিডেন্সির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করেন মাস্ক ( Elon Musk ) । সেখানে তিনি জানতে চান, ‘আপনি কি এই লড়াইয়ে রাজি?’।

তবে বাস্তবে এসব কিছুই ঘটেনি। টুইটারে নিজেই নাম পরিবর্তন করেছেন এলন মাস্ক ( Elon Musk ) । অবশ্য এর পেছনেও রয়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।

চেচনিয়ার প্রধানমন্ত্রী রমজান কাদিরভকে ভ্লাদিমির পুতিনের খুব কাছের বলে মনে করা হয়। তিনি পুতিনের কট্টর সমর্থকও। কাদিরভ পুতিনকে রক্ষা করতে টেসলার সিইওকে সাড়া দিয়েছেন। কাদিরভ মজা করে এলন মাস্ককে ( Elon Musk )  অ্যালিওনা বলে ডাকতেন। 

রাশিয়া নিয়ন্ত্রিত চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রামজান কাদিরভ রুশ প্রেসিডেন্টকে কটাক্ষ করার বিষয়টি মেনে নিতে পারেননি। টেলিগ্রাম অ্যাকাউন্টে এলন মাস্ককে ইলোনা (নারী বোঝাতে ব্যবহার করা হয়) উল্লেখ করে কাদিরভ লেখেন, ‘পুতিন ও এলন মাস্ক সম্পূর্ণ ভিন্ন ধাচের মানুষ। পুতিন  একজন রাজনীতিবিদ, দক্ষ সেনাপতি এবং পশ্চিমা রাষ্ট্র ও আমেরিকার অন্যায়ের প্রতিবাদকারী। আর এলন মাস্ক একজন ব্যবসায়ী ও ব্লগার।’

চেচনিয়ায় এসে মাস্ককে প্রশিক্ষণ নিয়ে ইলোনা থেকে ইলনে রূপান্তর হওয়ার পরামর্শও দেন কাদিরভ। রাশিয়ায় ইলনা নারী নামের ক্ষেত্রে ব্যবহার হয়। কাদিরভ নামের পরিবর্তন করে ইঙ্গিত দিচ্ছেন যে পুতিনের মুখোমুখি হওয়ার জন্য মাস্ক যথেষ্ট পুরুষালি নন তিনি ।

এলন মাস্ক বিষয়টিকে হয়তো গুরুত্ব সহকারেই নিয়েছেন। টুইটারে নাম বদলে রেখেছেন ইলোনা। সেই অ্যাকাউন্ট থেকে কাদিরভকে উদ্দেশ করে একটি পোস্টও করেছেন মাস্ক।

প্রশিক্ষণের প্রস্তাবের জন্য কাদিরভকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন, ‘এ ধরনের চমৎকার প্রশিক্ষণ আমাকে অনেক বেশি সুবিধা দেবে। আর যদি সে (পুতিন) লড়াই করতে ভয় পায়, তবে আমি কেবল বাম হাত ব্যবহার করব, যদিও আমি ডানহাতি।’ প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্কের মা মেই মাস্কও। টুইটে নিজের ছেলের একটি নারী ভার্সন শেয়ার করে লিখেছেন, ‘তুমি খুব সুন্দরী ইলোনা’। 

ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে মাস্ক ইতিমধ্যেই তার অনুভূতি খুব স্পষ্ট করেছেন। তারা শুরু থেকেই প্রকাশ্যে ইউক্রেনের সমর্থনে রয়েছে। টেসলার সিইও শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেননি ইউক্রেনের জনগণের পক্ষে কথা বলার জন্য, তবে তিনি তাদের আরও সুনির্দিষ্ট উপায়ে সমর্থন করেছেন। 

আরও পড়ুন ফের তৃণমূলের বাজিমাত, সকৌশলে ত্রিশঙ্কু ভেঙে পুরসভা দখল করল ঘাসফুল 

আরও পড়ুন উইম্বলডনে রাশিয়ান মেদভেদেভ সংশয়ে, ব্রিটিশ সরকারের ছাড়পত্রের অপেক্ষায় ড্যানিল




Leave a Reply

Back to top button