ভলদিমির পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরলেন সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লিনা

দিনের পর পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠছে । রাশিয়া ইউক্রেন ( Ukraine ) যুদ্ধ পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখে দিয়েছে । কার্যত ইউক্রেনের পরিস্থিতি সম্পূর্ণ বিধ্বস্ত । স্থানীয় সংবাদসূত্র মারফত জানা গেছে যে রুশ হামলার চার দিনের মাথায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সেনারা ডুকে পড়েছে এবং নৃশংস তাণ্ডব লীলা চালিয়েছে । কোনও কিছুই আর আগের মত নেই । চারিদিকে ধ্বংসস্থুপে পরিণত হয়েছে ।

আরও পড়ুন…………IPL 2022: এবার ট্রাক ড্রাইভারের পেশায় বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক MS Dhoni

এই ধবংসস্থুপের মাঝেই দাঁড়িয়েই পাল্টা আক্রমণের হুশিয়ারি জারি করলেন সাবেক মিস ইউক্রেন ( Ukraine ) আনাস্তাসিয়া ( Anastasia Lina) লিনা । ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিলেন আনাস্তাসিয়া লিনা । ধ্বংসস্থুপ থেকে নিজেদের রক্ষা করার জন্য সকলকে তিনি আহ্বান জানিয়েছেন ।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরলেন সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লিনা

ইউক্রেনের এই সেরা সুন্দরীকে ( Anastasia Lina) দেখা গিয়েছে নিজের সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে একটি ফটো দিয়ে ক্যাপশনে দেন নিজের দেশের পক্ষে লড়াই করার জন্য তিনি প্রস্তুত । ২০২৫ সালে তিনি ( Anastasia Lina) ইউক্রেনের সেরা সুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেন ।

আরও পড়ুন…………West Bengalঃ চপ ভাজুন স্বনির্ভর হোন , এবার ২৫ বছর বয়সে চপ ভেজে তাক লাগালেন মুর্শিদাবাদের কার্তিক চুনারী

শুধু মাত্র আনাস্তাসিয়া লিনা নয় ইউক্রেনের অনেক তরুণ তরুণী দেশ রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত । ইউক্রেনের পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য সে দেশের সকল নাগরিকই নিজেদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন ।




Leave a Reply

Back to top button