ভোটে কারচুপির অভিযোগ! গ্রেফতার ডোনান্ড ট্রাম্প, ফুলটন জেলে ২০ মিনিট পর জামিন
মিনিট ২০ পরেই জামিন পেয়ে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতারির সম্ভাবনা জোরালো হচ্ছিল। এরপরই বৃহস্পতিবার জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পন করেন ট্রাম্প। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে মিনিট ২০ পরেই জামিন পেয়ে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
অভিযোগ, ২০২০-এ নির্বাচনে জর্জিয়ার ভোটের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প ও তাঁর ১৮ সহযোগী। জর্জিয়ার গ্রান্ড জুরি আরআইসিও আইন ভাঙার অভিযোগ করেন। মোট ১৩ দফা অভিযোগ আনা হয়। দাবি করা হয়, ট্রাম্প জর্জিয়ার এক নির্বাচনী আধিকারিককে ফোন করে বলেন, কিছু ভোট খুঁজে বের করুণ যাতে ভোটের ফলাফল বদলে দেওয়া যায়।
তবে ট্রাম্পের কথা মানেননি ওই নির্বাচনী আধিকারিক। জর্জিয়ায় হেরে যান ট্রাম্প। এরপরই ক্যাপিটাল হিলসে হামলা চালায় ট্রাম্প অনুগামীরা। ভোটে কারচুপি ছাড়াও নির্বাচনে পক্রিয়ায় বাধাদান, ভাঙচুর চালানোয় মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
এই নিয়ে মামলা চলছিল আদালতে। মামলার গতিপ্রকৃতি দেখে ট্রাম্পের গ্রেফতারি নিয়ে অনেকেই অনুমান করছিলেন। তাই আগেভাগেই আত্মসমর্পন করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গ্রেফতারির পর ২০ মিনিট ফুলটন জেলে ছিলেন ট্রাম্প। সেখানে তাঁর ‘মাগশট’ (পুলিশ রেকর্ডের জন্য তোলা ছবি)নেওয়া হয়। পরে ২ লাখ টাকার বন্ডে জামিন পান।
প্রসঙ্গত, এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের মাগশট নেওয়া হল। সেখানে লেখা হল, ‘ডোনাল্ড ট্রাম্প, ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ৯৭ কেজি, চুলের রং ব্লন্ড কিংবা স্ট্রবেরি’। এই নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন ট্রাম্প। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।