Happy Valentine’s Day 2022 : কালো ম্যাগি খেয়ে ভালবাসা উদযাপন, দেখে নিন আরো অন্যান্য দেশের ভ্যালেন্টাইনস

রাখী পোদ্দার, কলকাতা : ১৪ই ফেব্রুয়ারি মানেই ভালোবাসার দিন, প্রেম-আলাপের দিন, ভালোবাসার মানুষটিকে ভালো রাখার দিন। আজকের এই স্পেশাল দিনটি ( Happy Valentine’s Day 2022) সেলিব্রেট করার কথা মাথায় আসলেই প্রথমেই উঠে আসে চকোলেট, গোলাপ ফুল অথবা প্রেম সম্পর্কিত বিভিন্ন উপহারের কথা। সাধারণত এদিন সমস্ত প্রেমিক – প্রেমিকারা তাঁদের ভালোবাসার মানুষটিকে এসবই দেয় উপহার হিসেবে। কিন্তু আপনি জানেন কি? বিশ্বের অন্যান্য জায়গায় সমস্ত দম্পতিরা তাঁদের প্রিয় মানুষটিকে ভ্যালেন্টাইনস ডে ( Happy Valentine’s Day 2022)-তে কার্ড বিনিময় করে না, চকলেট কিনে একে অপরকে উপহার দেয় না। অন্যান্য দেশে এই দিনটি সেলিব্রেট ( Celebrate) করার ধরন এখানের তুলনায় খানিকটা আলাদা। তাহলে আসুন জেনে নিন কোন দেশে কীভাবে পালন করা হয় এই বিশেষ দিনটি।

আরও পড়ুন-Happy Valentines Day 2022: ঋদ্ধি সুরঙ্গনা ভালবাসা পালন, সঙ্গে দোসর অনুপমের গান

 

Happy Valentine's Day 2022Happy Valentine’s Day 2022: উৎযাপনে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ( Argentina) বলতেই প্রথমেই মাথায় আসে ফুটবলের কথা। এদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে মারাদোনা থেকে শুরু করে মেসির ( Messi) কৃতিত্বের কাহিনী। এই দেশেও এই বিশেষ দিনটি সেলিব্রেট করার ধরন খানিকটা আলাদা। আর্জেন্টিনায় ভালোবাসার এই দিবসটি জুলাই মাসে পুরো এক সপ্তাহ ধরে পালন করা হয়। এই দিনটি আর্জেন্টিনায় “সেমানা দে লা ডুলজুরা” ( Semana de la Dulzura) নামে পরিচিত। যার অর্থ হল “উইক অফ সুইটনেস” ( Week of Sweetness)। এই দিন সকল প্রেমিক – প্রেমিকারা একে অপরকে চকোলেট এবং বিভিন্ন ধরনের উপহার দেয়। ছুটির এই দিনটি একটি বাণিজ্যিক উদ্যোগ হিসাবে শুরু হলেও বর্তমানে এটি ভ্যালেন্টাইন্স ডে ( Happy Valentine’s Day 2022) পরিণত হয়েছে।

 

Happy Valentine's Day 2022Happy Valentine’s Day 2022: উৎযাপনে ফ্রান্স

ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে আলোচনা করা হচ্ছে আর সেখানে ফ্রান্সের ( France) প্রসঙ্গ উঠে আসবে না। ভালোবাসার শহর এদিন সেজে উঠে অসাধারণ আলোক সজ্জায়। এই বিশেষ দিনটি ফ্রান্সে “লা সেন্ট ভ্যালেন্টাইন” ( la Saint Valentin) নামে পরিচিত। মনে করা হয় প্রথম ভ্যালেন্টাইনস ডে ( Happy Valentine’s Day 2022) কার্ডটি এসেছে ১৯১৫ সালে যখন চার্লস, ডিউক অফ অরলিন্স, কারাগার থেকে তার স্ত্রীকে প্রেমের একটি চিঠি পাঠিয়েছিলেন। ফেব্রুয়ারির ১২ থেকে ১৪ ভ্যালেন্টাইনের ফরাসি গ্রাম হয়ে ,ওঠে রোম্যান্সের কেন্দ্রস্থল।

 

Happy Valentine's Day 2022Happy Valentine’s Day 2022: উৎযাপনে বুলগেরিয়া

বুলগেরিয়ায় ( Bulgaria) ভালোবাসার এই দিবসটি পালন করার নিজস্ব আলাদা সংস্করণ রয়েছে। দেশটি ১৪ই ফেব্রুয়ারি সান ট্রাইফন জার্তান ( San Trifon Zartan) উৎযাপন করে, যার অর্থ হল “ওয়াইন মেকারদের দিন” ( day of winemakers)। এক গ্লাস স্থানীয় ওয়াইনের সাথে তাঁরা এই দিনটি তাদের ভালোবাসার মানুষের সাথে সেলিব্রেট করে।

 

Happy Valentine's Day 2022Happy Valentine’s Day 2022: উৎযাপনে দক্ষিণকোরিয়া

দক্ষিণ কোরিয়াতে ( South Korea) ভালোবাসার এই দিনটি আবার সেলিব্রেট করা হয় প্রত্যেক মাসের ১৪ তারিখে। ১৪ই মে পালন করা হয় গোলাপ আদানপ্রদানের দিন ( Rose day) হিসেবে। ১৪ই জুন সেলিব্রেট করা হয় “কিস ডে” ( Kiss Day) হিসেবে। আবার অবিবাহিত লোকেরা ১৪ই এপ্রিল কালো নুডুলস ( black noodles) খেয়ে “কালো দিবস” ( Black Day) উৎযাপন করে।

 

Happy Valentine's Day 2022Happy Valentine’s Day 2022: উৎযাপনে ঘানা

ঘানায় ( Ghana) ১৪ই ফেব্রুয়ারি “জাতীয় চকলেট দিবস” ( National Chocolate Day) হিসেবে পালন করা হয়। এই দেশটি বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। তাই, সরকার পর্যটন বাড়াতে এই দিনটি চকোলেটকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-Happy Valentines Day 2022 : প্রেমিক আপনাকে দেখবে আখি ভরে, দেখে নিন প্রেমদিবসের মেকআপ টিপস




Leave a Reply

Back to top button