চিনকে হারিয়ে দূষণ-মানচিত্রে বিশ্বে সেরার সেরা ভারত! দূষণে মৃত ২৪ লাখ পার

জয়িতা চৌধুরি, কলকাতাঃ এখন বিশ্ব উষ্ণায়নের যুগে সবথেকে বড় সমস্যা হল দূষণ। দূষণ মোকাবিলায় সমগ্র বিশ্বজুড়ে উদ্যোগ নিলেও, ভারতের বৈজ্ঞানিক মহলে ইতিমধ্যেই সবার কপালেই চিন্তার ভাঁজ পড়েছে। আর তার কারন হল, সম্প্রতি দূষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমীক্ষায় সামনে আসা এক চাঞ্চল্যকর রিপোর্ট। প্রতি বছর বায়ু, জল, জৈব ও শিল্প বর্জ্য, যানবাহন ইত্যাদি থেকে দূষণজনিত কারণে ভারতে অন্তত ২৪ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে!
এই তালিকায়েই দ্বিতীয়স্থানে রয়েছে চিন। দূষণজনিত কারণে চিনে বার্ষিক মৃত্যুর সংখ্যা ২২ লক্ষ্য। ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’ এর দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রতি বছর দূষণ জনিত কারণে বিশ্বে অন্তত ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়। তালিকায়ে সপ্তম স্থান অধিকার করে রেখেছে আমেরিকা। সেখানে এই দূষণজনিত কারনে বছরে ১ লক্ষ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’ অনুযায়ী, সারা বিশ্বজুড়ে শুধুমাত্র বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬৬.৭ লক্ষ মানুষের। সেই অনুপাতে বায়ু দূষণের কারণে শুধুমাত্র ২০১৯ সালে মারা গিয়েছেন ভারতের ১৬.৭ লক্ষ মানুষ। ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে মৃত্যু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের। এই রিপোর্ট থেকে আরও জানা যায় যে দূষণ স্বাস্থ্যে যে ভাবে বিরূপ প্রভাব ফেলেছে তা ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, সন্ত্রাস, মাদক, অ্যালকোহল প্রভৃতির থেকে অনেক বেশি।
আরও পড়ুনঃউর্বশির গোপন কেচ্ছা নেট দুনিয়ায়! সমালোচকদের পাল্টা দিলেন হট কুইন
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই দূষণের অন্যতম কারণ হল জলবায়ু পরিবর্তন। অন্য একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালের শুধুমাত্র দূষণের কারণে সারা পৃথিবীতে মৃত্যু হয়েছে প্রায় ৯ মিলিয়ন মানুষের। এই পরিসংখ্যান প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০০০ সালের তুলনায়। ‘গ্লোবাল পাবলিক হেল্থ প্রোগ্রাম’ এবং ‘গ্লোবাল পলিউশন অবজারভেটরি’-র ডিরেক্টর ফিলিপ ল্যান্ডরিগান জানিয়েছেন, দূষণে মৃতদের মধ্যে বড় অংশ ‘প্যাসিভ স্মোকিং’য়ের শিকার।
আরও পড়ুনঃ‘টপা টিনি’ গানে নেচে বিমানবন্দর মাতিয়ে দিলেন অভিনেত্রী মনামী! মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে একটি সমীক্ষায় বিশ্বের মোট ১৮০টি দেশের মধ্যে দূষণ-তালিকায় ১৭৭ নম্বরে ছিল ভারত। এর পর ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’-এর রিপোর্ট অনুযায়ী, বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর ভারতে প্রাণহানি ঘটছে ১২ লক্ষ মানুষের। বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে দূষণ জনিত কারণে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ । ইতিমধ্যেই বহু জায়গায় জল সংকট দেখা দিয়েছে, তার উপর বেড়েই চলেছে উত্তরোত্তর দূষণের মাত্রা।
আরও পড়ুনঃবৃষ্টি আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে স্বতীতে বঙ্গবাসী