ফের মুখ পুড়লো পাক প্রধানমন্ত্রীর, সম্মানের খোঁচা দিয়ে তোপ দাগলেন প্রাক্তন স্ত্রী

গোটা বছরই নেট মাধ্যম জুড়ে চর্চায় থাকেন পাক প্রধানমন্ত্রী ( Imran Khan  ) । নানা সময় নানা বিতর্ক ঘিরে ধরে থাকে তাঁকে। সামনেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ আস্থাভোটের পালা আর তাঁর আগেই বিতর্কিত পাক প্রধানমন্ত্রীকে নিয়ে খুললেন খোদ তাঁর এককালের ঘরের লোক। এদিন পাক প্রধানমন্ত্রীকে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। একটি সাক্ষাৎকারে এদিন তিনি বলেন, “ইমরান খান বিভ্রমে ভোগেন। কারও পরামর্শ শোনা ওঁর ধাতে নেই। যদি তিনি সত্যিই সুপরামর্শ শুনতেন, তাহলে হয়তো আমি এখনও ওঁর স্ত্রী-ই থাকতাম। হয়তো, অন্যরাও ওঁকে ছেড়ে যেত না।’’

সঙ্গে সংখ্যা নেই। তবু কেন সসম্মানে ইস্তফা দেওয়ার পরিবর্তে ভোটের পথে গেলেন ইমরান? এই প্রশ্নের জবাবে এদিন পেশায় সাংবাদিক রেহাম ( Reham Khan ) বলেন, “আপনারা কি মনে করেন, গোটা পৃথিবী যা বলছে, তা হুবহু মেনে নেওয়ার লোক ইমরান ! সে সব সময়ই বিভ্রমের মধ্যে থাকে। নিজেকে ভগবান মনে করে ইমরান।” এরপর তাঁর আরও সংযোজন, “ওঁ একজন এমন তারকা, যে সর্বদা নিজের গুণকীর্তন শুনতে। নিজের ও তাঁর সঙ্গে আসা জনপ্রিয়তাকেই ভালোবাসে ইমরান।”

imran khan1

এদিন আসন্ন আস্থাভোট নিয়ে রেহাম বলেন, “ওঁকে অনেকে বহুবার বলেছেন, তুমি ছেড়ে চলে  এসো, অন্তত মানটা বাঁচবে। কিন্তু আমার মনে হয় সসম্মানে পদ ছাড়ার কথা ওঁর অভিধানেই নেই। যদি থাকত, তাহলে ইমরান ওই পথেই যেত না। তবে আমার মনে হয়, ওঁর সঙ্গে ইদানিং মান সম্মান কথাটা মেলানো যায় না। ইমরানের ( Imran Khan  )  মান, যা আমি শেষবার দেখেছিলাম আমাদের বিয়ের দিন।”

আরও পড়ুন……..শিশু পাচারের সাথে যুক্ত অভিনেতা সলমন এমনি দাবি প্রতিবেশীর! প্রতিবেশীর বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করলো আদালত।

আরও পড়ুন……..মিঠাইয়ের দেখা দেখি ‘উচ্ছেবাবু সন্দেশ’ তৈরী করল ভক্ত, দেখুন সেই মিষ্টির ভিডিও

তবে এই সব কিছুর পাশাপাশি এদিন ইমরানের দেশ চালানো নিয়েও কটুক্তি করতে ছাড়েননি রেহাম। এদিন তিনি বলেন, “আমি সত্যিই জানি না, ইমরানকে কেন গত প্রায় চার বছর ধরে দেশ চালানোর অনুমতি দেওয়া হল। সেই জন্যই আজ দেশের, জাতির এই দুর্গতি।”

এই সকল গোলযোগ নিয়ে আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran Khan  )  আগেই অভিযোগ করেছিলেন, “তাঁর সরকার ফেলার এই চেষ্টা আসলে বিদেশী ষড়যন্ত্রের অঙ্গ।” এই অভিযোগকে আবার গল্পোকথা বলে নস্যাৎ করে দিলেন রেহাম। এদিন তিনি বলেন, ‘যে গপ্পোটা ইমরান ফেঁদেছেন, তা দ্বিতীয় শ্রেণির ছবিতেও দেখা যায় না।’ উল্লেখ্য, গত রবিবার ইসলামাবাদে বিরাট জনসভার মাঝে ইমরান দাবি করেন, জলের মতো বিদেশী অর্থ খরচ করে তাঁর সরকারকে ফেলার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ইমরান জানিয়ে দেন, যত চাপই তৈরি করা হোক না কেন, তিনি অন্যায়ের সঙ্গে আপস করবেন না।




Leave a Reply

Back to top button