Vijay Diwas: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ভারত, জেনে নিন ইতিহাস

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধের(Muktijuddho) ৫০ বছর পূর্তি। ১৯৭১ সালে(Year 1971) আজকের দিনেই তৎকালীন পশ্চিম পাকিস্তানের(West Pakistan) নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে স্বাধীনতা(Independence) পায় সেই সময়ের পূর্ব পাকিস্তান(East Pakistan) তথা বর্তমানের বাংলাদেশ(Bangladesh)। প্রতিবেশী রাষ্ট্রের এই স্বাধীনতা আন্দোলনের ভারতের ভূমিকা যে সত্যিই অনস্বীকার্য। বাংলাদেশের ইতিহাসে সেই কারণেই ভারতের নাম চিরস্মরণীয়। মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে ছিল ভারতীয় সেনাবাহিনী(Indian Army)। কিন্তু কি বা এমন পরিস্থিতি হয় যে বাংলাদেশের(Bangladesh) মুক্তিযুদ্ধে এতোটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে হয় ভারতকে?

Vijay Diwas,1971 War,India Pak War,Formation of Bangladesh,Indira Gandhi,Sam Manekshaw,Lieutenant General Jagjit Singh Aurora,Jagjit Singh Aurora,Field Marshal Sam Manekshaw,Pakistani General AAK Niazi,Lieutenant Genral AAK Niazi,AAK Niazi,50 Years of Bangladesh,Bangladesh Independence Day,1971 Indo Pak War,বিজয় দিবস,1971 সালের যুদ্ধ,ভারত পাক যুদ্ধ,বাংলাদেশের গঠন,ইন্দিরা গান্ধী,স্যাম মানেকশ,লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা,জগজিৎ সিং অরোরা,ফিল্ড মার্শাল স্যাম মানেকশ,পাকিস্তানি জেনারেল এএকে নিয়াজি,লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজি,এএকে নিয়াজী,500 বছর বয়সী। বাংলাদেশের,বাংলাদেশের স্বাধীনতা দিবস,1971 ভারত পাক যুদ্ধ,Vijay Diwas 2021 Live Updates,PM Narendra Modi to participate in ceremony of Swarnim Vijay Mashaals at War Memorial today,Significance of Vijay Diwas,narendra modi,national war memorial,victory day

ইতিহাসের(history) পাতা ঘেঁটে দেখলে জানা যায়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতে বিমান হামলা(Air Attack) চালায় পাকিস্তান(Pakistan)। সেই সময় কলকাতার(Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী(Prime Minister) ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। সেই সময়ই ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বায়ু সেনা। পরিস্থিতির গুরত্ব বিচার করে অবিলম্বে দিল্লি(Delhi) ফেরেন ইন্দিরা গান্ধী। মন্ত্রীসভার(Cabinet) জরুরী বৈঠক সেরে মধ্যরাতের(Midnight) কিছুটা পড়ে রেডিও মাধ্যমে তিনি ঘোষণা করেন যে, “বাংলাদেশে(Bangladesh) যে যুদ্ধ চলে আসছিল, তা ভারতের(India) বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে।” এরপরেই পাকিস্তানের(Pakistan) হামলা প্রতিহত করতে শুরু করে ভারত। ভারতের সামরিক বাহিনী ও মুক্তিবাহিনী একত্রে যৌথবাহিনী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

আরও পড়ুন……Vijay Diwas 2021: আকাশ জোড়া স্বাধীনতা, এ যেন মুক্তির স্বাদ, স্মরণে বিজয় দিবস

উল্লেখ, যৌথবাহিনীর প্রবল আক্রমণের মুখে পড়ে পিছু হটতে শুরু করে পাকসেনা। একের পর এক ঘাঁটির পতন ঘটতে থাকে তাঁদের। এমনকী বাংলাদেশের বা বলা চলে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের একাধিক মানুষ পাশে মুক্তিবাহিনীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ঢাকা শহরে ঢুকে পড়ে মুক্তিবাহিনী। অন্যদিকে, লাগাতর বিমান হামলা চালিয়ে পাকবাহিনীকে পর্যদুস্ত করা হয়। তাছাড়াও, মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ রুখতে ব্যর্থ হয় পাকিস্তান। ফলে একেবারে সব দিক থেকেই কোণঠাসা হয়ে পড়ে পাক বাহিনী। ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তাঁরা। যার ফলস্বরূপ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান। ৯ মাসের রক্তক্ষয়ী সংরামের পর অবশেষে স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীনতার স্বাদ গ্রহণ করে বাঙালি। বর্বর শাসকের থেকে মুক্তি পায় বাংলাদেশের মানুষ। দুরের আকাশে ওঠে এক নতুন সূর্য, যার আলোয় আলোকিত হয়ে পড়ে গোটা নতুন বাংলাদেশ বা বলা যেতেই বাঙালির বাংলাদেশ বা মানুষের বাংলাদেশ।




Back to top button