ঘুষ দিয়ে বাজার দখল করেছে ভারতীয় ওষুধ কোম্পানি, ৬৫ শিশুর মৃত্যুর পর তোলপাড় উজবেকিস্তানে
স্থানীয় কর্মকর্তাদের ৩৩ হাজার ডলার ঘুষ দেয় ভারতীয় সংস্থা।

ভারতীয় কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানের শিশু মৃত্যুর ঘটনা পৌঁছল আদালতে। জানা গেছে, ঘটনায় ৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। শুনানিতে উজবেকিস্তানের আইনজীবীদের অভিযোগ, ওষুধের স্বাস্থ্য পরীক্ষা রোধে স্থানীয় কর্মকর্তাদের ৩৩ হাজার ডলার ঘুষ দেয় ভারতীয় সংস্থা। প্রসঙ্গত, কাশির সিরাপ তৈরি করেছে ভারতীয় প্রতিষ্ঠান মেরিয়ন বায়োটেক।
এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মোট ২১ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ২০ জন উজবেক এবং একজন ভারতীয়। অভিযুক্তদের বিরুদ্ধে কর ফাঁকি, নিম্নমানের বা নকল ওষুধ বিক্রি, সরকারি পদের অপব্যবহার, জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিচারাধীন ৩ জনের মধ্যে দুইজন উজেবক এবং একজন ভারতীয় উজবেকিস্তানে মেরিয়ন বায়োটেকের ওষুধ বিক্রির সংস্থা কোরম্যাক্স মেডিক্যালের কর্মী।
উজবেকিস্তানের কৌঁসুলি সাইদকারিম আকিলভের অভিযোগ, ওষুধের মান পরীক্ষা না করার জন্য কোরম্যাক্স মেডিক্যালের সিইও রাঘবেন্দ্র প্রাতার সরকারি আধিকারিকদের ৩৩ হাজার ডলার ঘুষ দেন। অবশ্য রাঘবেন্দ্র প্রাতার আদালতে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে ওষুধের গুণ নিয়ে কর্মকর্তারা যাতে ভালো কথা লেখেন তার জন্য টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন তিনি।
সরকারি আইনজীবীর আরও অভিযোগ, কোরম্যাক্স মেডিক্যাল সিঙ্গাপুর ভিত্তিক দুটি মধ্যস্থতাকারী কোম্পানির মাধ্যমে বেশি দামে মেরিয়ন বায়োটেকের ওষুধ আমদানি করেছিল। শুধু তাই নয়, ভারতীয় সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও তোলা হয়েছে।
প্রসঙ্গত, গত মার্চে কেন্দ্রীয় সুপারিশের পর উত্তর প্রদেশ ড্রাগ কন্ট্রোলিং এবং লাইসেন্সিং কর্তৃপক্ষ মেরিয়ন বায়োটেকের উৎপাদন লাইসেন্স বাতিল করে দেয়। কোম্পানির অপারেশন হেড এবং দুই বিজ্ঞানীকেও গ্রেফতার করা হয়েছে।