ডিগ্রি পেতে লাখ লাখ খরচ, কিন্তু চাকরি মিলছে না, ইংল্যান্ডে ভারতীয় পড়ুয়াদের স্বপ্নের অপমৃত্যু

কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়া সহজ হবে, সেটা বুঝতে না পারাই এর প্রধান কারণ

ডিগ্রি আছে। কিন্তু চাকরি মিলছে না। খোদ ইংল্যান্ডে এমন সমস্যায় পড়ছেন ভারতীয় ছাত্রছাত্রীরা। সে দেশে পড়াশোনা করেও যে এভাবে ঠোক্কর খেতে হবে, কে ভেবেছিল! ফলে দলে দলে ছাত্রছাত্রী দেশে ফিরে আসছেন। ইংল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পেতে প্রায় ১০ হাজার পাউন্ড খরচ। ভারতের বেশিরভাগ ছাত্রছাত্রীই লোন নিয়ে বিদেশে পড়তে যান। এখন এত টাকা খরচ করার পরেও যদি ফুল টাইম কাজ না জোটে, তখন দেশে ফেরা ছাড়া আর কোনও উপায় থাকে না।

কিন্তু এর কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, ভুল কোর্স বাছাই। কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়া সহজ হবে, সেটা বুঝতে না পারাই এর প্রধান কারণ। ইংল্যান্ডের অফিস ফর স্টুডেন্টস-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ৩ জন স্নাতক বেকার। ইউকে সরকার ওএফএস-কে নির্দেশ দিয়েছে, যে যে কোর্স করলে শিক্ষার্থীদের চাকরি পেতে সমস্যা হয় সেগুলোকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

Indian Students,UK,Rishi Sunak,Job

এমন ঘটনায় চিন্তিত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে ডিগ্রি নিতে পারলে ভবিষ্যৎ সুরক্ষিত। কিন্তু ছাত্রছাত্রীদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে নিম্নমানের কোর্স করানো হচ্ছে। ফলে পড়াশোনার শেষে ভালো চাকরি জুটছে না’। অনেক বেশি পড়ুয়াকে ফাউন্ডেশন ইয়ারের জন্য নথিভুক্ত করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সুনাক। ফাউন্ডেশন ইয়ার ডিগ্রির জন্য ব্রিজ কোর্স হিসেবে কাজ করে। ইউকে সরকার জানিয়েছে, ফাউন্ডেশন ইয়ারের সর্বোচ্চ ফি ৯,২৫০ পাউন্ড থেকে কমিয়ে ৫,৭৬০ পাউন্ড (আনুমানিক ৬ লাখ টাকা) করা হবে।

আন্তর্জাতিক ছাত্রদের জন্য জব সার্চ পোর্টাল স্টুডেন্টস সার্কাসের পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা তৃপ্তি মাহেশ্বরীো উদ্বিগ্ন। তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। বরং দেশের চাকরির বাজার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তৃপ্তির কথায়, ‘ভারত থেকে আসা ছাত্রছাত্রীদের দুর্দান্ত চাকরির লোভ দেখানো হচ্ছে, কিন্তু ইংল্যান্ডের আর সেই বাজার নেই। আমরা শিক্ষার্থীদের চাকরি পেতে সাহায্য করি। তাই ব্যাপারটা বুঝি। শিক্ষার মান এখানে কোনও বিষয়ই নই’।

 




Leave a Reply

Back to top button