রূপে মুগ্ধ দুনিয়া! মিস ওয়ার্ল্ড ২০২১- র বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা

সম্প্রতি ১৬ই মার্চ ঘোষণা করা হল আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২১- (Miss World 2021 )এর বিজয়ীর নাম। চলতি বছরে পুয়ের্তো রিকোতে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতার সেরার মুকুট কে পেলেন? 

৭০তম মিস ওয়ার্ল্ডের (Miss World 2021 ) খেতাব জিতে নিলেন পোল্যান্ডের ক্যালোলিনা বিলাস্কা। করোনার জন্য পিছিয়ে গেলেও মিস ওয়ার্ল্ড ২০২১ (Miss World 2021 ) এর সেরার মুকুট জিতে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন পোল্যান্ডের এই সুন্দরী। প্রথম স্থানে পোল্যান্ডের সুন্দরী থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি। তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। তবে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় (Miss World 2021 ) টপ ৬-এ অল্পের জন্য পৌঁছতে পারেননি ভারতের মানসা বারাণসী। তবে তিনি টপ ১৬-এ নিজের জায়গা করে নিয়েছেন।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে, ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্টে  স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়নরত এবং পিএইচডি করতে চান। ক্যারোলিনা একজন মডেল হিসাবেও কাজ করেন, তাঁর আশা তিনি একজন প্রেরণাদায়ক বক্তা হয়ে উঠবেন। তিনি টেনিস এবং ব্যাডমিন্টন খেলার পাশাপাশি সাঁতার এবং স্কুবা ডাইভিং পছন্দ করেন।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন (Miss World 2021 ) সম্প্রতি তাদের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছিল, ক্যারোলিনা সামাজিক বিষয়ে কাজ করেন। তার প্রকল্পের নাম Zupa na Pietrini, যার মাধ্যমে তিনি গৃহহীন মানুষদের সাহায্য করেন এবং মানুষকে সচেতন করেন। তিনি সমাজে ছড়িয়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। তাঁর প্রকল্পের উদ্দেশ্য হল পোল্যান্ডের লডজ শহরে অভাবী মানুষদের খাদ্য, বস্ত্র এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সৌন্দর্য ও প্রতিভার জেরে বিশ্বসুন্দরীর খেতাব ছিনিয়ে নিয়েছেন ক্যারোলিনা। অনুষ্ঠানের শেষে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং। 

আরও পড়ুন Bachchan Pandey Review : বড় পর্দায় ‘বচ্চন পাণ্ডে’! কি প্রতিক্রিয়া সিনে ভক্তদের 

আরও পড়ুন একেবারে কোবরা নিয়ে খেলা, পরিণতি জানলে আঁতকে উঠবেন আপনিও




Leave a Reply

Back to top button