Vijay Diwas 2021: আকাশ জোড়া স্বাধীনতা, এ যেন মুক্তির স্বাদ, স্মরণে বিজয় দিবস

B১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে  ভারত প্রতি বছর ১৬ইডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে। যে যুদ্ধের পর তার ফলস্বরূপ বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। এই বিশেষ দিনে ভারতীয়রা(Indian) নিজস্ব দেশের সাহসী সৈন্যদের ও শহীদ সৈন্যদের শ্রদ্ধা জানায়। উপমহাদেশের ইতিহাসের মুহূর্তগুলি উল্লিখিত এখনও রয়েছে। যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সহ ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তিকেও প্রতিষ্ঠিত করেছে। এবছরের বিজয় দিবস ২০২১ উদযাপন হবে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে।

উল্লেখ্য, ১৩ দিন ধরে টানা যুদ্ধ করার পর অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। পাশাপাশি পূর্ব পাকিস্তানে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায় ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর। এবং ঠিক তার ১৩দিন পরে ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয় ভারত-পাক যুদ্ধ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ বাহিনী উভয়ের কাছেই আত্মসমর্পণ করেন। নিয়াজি, যিনি ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তিনি ছিলেন পাকিস্তান ইস্টার্ন কমান্ডের কমান্ডার এবং তিনি ঢাকায়(Dhaka) (বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা) রমনা রেসকোর্সে ‘আত্মসমর্পণ’ স্বাক্ষর করেছিলেন।

ভারত পাকিস্তান যুদ্ধ,ভারতীয় সেনাবাহিনী,পাকিস্তানি সেনাবাহিনী,শহিদ সেনাবাহিনী,ভারতীয়দের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা,পাকিস্তান ও ভারতের যুদ্ধ,বাংলাদেশের সৃষ্টি,India-Pakistan War,Indian Army,Pakistani Army,Martyred Army,Respect for Indian Army,War between Pakistan and India,Creation of Bangladesh,Bengali news,Bangladesh news

‘আত্মসমর্পণ’ স্বাক্ষরিত হয়েছিল এবং ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা কর্তৃক গৃহীত হয়েছিল। এই যুদ্ধে, পাকিস্তান সর্বাধিক হতাহতের শিকার হয়েছিল। প্রায় ৮০০০০জন নিহত এবং ২৫,০০০জন আহত হয়েছিল, যেখানে ভারত এই যুদ্ধে ৩০০০ সৈন্য হারিয়েছিল এবং ১২,০০০ জন আহত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের(Second World War) পরে, এটি ছিল সর্বকালের সর্ববৃহৎ সামরিক আত্মসমর্পণ ।এবং এরকম একটি যুদ্ধে জেতা ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার গল্প বলে।

আরও পড়ুন….Sardar Vallabhbhai Patel : বিক্ষিপ্ত ভারতকে একতা শিখিয়ে অমর ‘লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেল

১৯৭১ সালের এই যুদ্ধ হওয়ার পর বাংলাদেশ বিশ্বের মানচিত্রের মধ্যে যুক্ত নয় নতুন ভাবে। যা তখনও পর্যন্ত পূর্ব পাকিস্তান ছিল। পাকিস্তান থেকে দেশটির আনুষ্ঠানিক স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশ দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। এই দিনে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার প্রধানরা নতুন দিল্লির ইন্ডিয়া গেটে ভারতের অমর জওয়ান ও ভারত- পাক যুদ্ধে শহীদ সৈন্যদের বিনম্র শ্রদ্ধা জানান।




Back to top button