Leena Nair- নতুন ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা, হচ্ছেন ‘শ্যানেল’ এর গ্লোবাল সিইও

ভারতীয় মহিলাদের মধ্যে থেকে হাতে গুনে মাত্র কয়েকজন মহিলাই বিশ্ব সংস্থার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিলেন ‘পেপসিকো (PEPSICO)’-র সিইও ইন্দ্রা নুয়ি। এই প্রথমবার সেই মর্যাদা কে আদায় করে নিলেন ৫২বছর বয়সী লীনা নায়ার (Leena Nair)। যিনি গত ৩০বছর ধরে ‘হিন্দুস্তান ইউনিলিভার (Hindusthan Unilever)’-এর প্রধান ছিলেন, সেই পদ থেকে ইস্তফা দিলেন সম্প্রতি। কারণ ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘শ্যানেল (Chanel)’-এর হাত ধরে বিশ্বস্তরে সিইও (CEO) হয়ে লীনা নায়ার নতুন যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন ১৪ই ডিসেম্বর।
উল্লেখ্য ১৯১০ সালে কোকো শ্যানেল তৈরি করেন ফ্যাশন ব্র্যান্ড ‘শ্যানেল’। পিয়ার ওয়ার্দাইমার সেই সময়ে কোকোর সাথে এই ব্যবসাকে অগ্রসর করতে সাহায্য করে। বর্তমানে এই সংস্থার দায়িত্বে আছেন মালিক পিয়ারের দুই নাতি অ্যালেন এবং গেরার্ডেরই। যদিও ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত এই সংস্থার সিইও ছিলেন মওরিন শিকে। ‘শ্যানেল’-এর এক নম্বর লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসাবে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া ও এত খ্যাতির কারণের মূল যে তাঁর অবদানই, সেটা অনেকেই স্বীকার বা মনে করেন। হাজার বাধা বিপত্তির সত্ত্বেও পরিবারের বাইরে কখনওই হাতছাড়া করেননি এই সংস্থাকে।
পাশাপাশি ২০১৬ সালে অ্যালেন ওয়ার্দাইমারের সঙ্গে মওরিন শিকের বেশ কিছু বিষয়ে মতের অমিল হওয়ার জন্য তিনি শেষ অবধি ইস্তফা দেন। বিশেষ ভাবে উল্লেখ্য এই সংস্থার সৃষ্টিকর্তা কোকো শ্যানেলের সঙ্গে অনেক আগে থেকেই পিয়ার ওয়ার্দাইমারের নানা রকম মতের অমিল শুরু হয়েছিল। এভাবেই বহু বছর কোকো সংস্থার মুখ্য পোশাকশিল্পী হয়ে কাজ করে গিয়েছিলেন। তাই মূলত মহিলাদের সাজপোশাকের জন্য এই বিশ্ব নামি সংস্থা তৈরি হলেও, মহিলা কর্মীদের সঙ্গে এই সংস্থার সম্পর্কের ইতিহাস খুব একটা ঢাক পেটানোর নয়।
আরও পড়ুনঃ শীত মানেই বিয়ের ধুম! তবে পৌষমাসে বিবাহ হিন্দুমতে অশুভ, রইল নিয়মের পিছনের সত্যি
বর্তমানে সিইও পদে লীনা নায়ারের নাম ঘোষণার পর থেকে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। যদিও এসবের পিছনে লীনার নিজস্ব কৃতিত্বও কম নয়। লীনা ব্রিটিশ নাগরিক হলেও তাঁর জন্ম হয় মহারাষ্ট্রের কোলহাপুরে। জামশেদপুরের এক্সএলআরআই থেকে পাশ করার পর ‘হিন্দুস্তান ইউনিলিভার’-এ নিজের কর্মজীবন শুরু করেছিলেন। এখন তিনি লন্ডনেই বসবাস করছে। সেই সময় ‘হিন্দুস্তান ইউনিলিভার’-এ যে সব মহিলাকর্মী কারখানায় কাজ করতে ইচ্ছুক ছিলেন, তাঁর মধ্যে অন্যতম ছিলেন লীনাও এবং কলকাতা, তামিলনা়ড়ুর অম্বাত্তুর এবং মহারাষ্ট্রের তলোজার বিভিন্ন কারখানায় কাজও করেছেন তিনি। এখন লন্ডনই তার ঘর , আর ‘শ্যানেল-এর প্রধান দফরও সেই শহরেই অবস্থিত। লীনা জানান আগামী মাস থেকেই নতুন পদে কাজ শুরু করবেন।