বিদেশ সফরে দেশকে মনে রেখে দেশাত্মবোধক গান

এখানে তিনি বাংলা রবীন্দ্রনাথের গান প্রাণ ভরিয়ে তৃষা করেন। এছাড়াও তিনি অ্যায় মেরে ওয়াতানকে লোগো হিন্দি গানও গেয়েছেন।

শুভঙ্কর,দুবাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রয়েছেন বিদেশ সফরে। তিনি রয়েছেন বাণিজ্যের শহর দুবাইয়ে। তিনি বিদেশ সফর শুরু করেছিলেন স্পেন যাত্রা দিয়ে। সেখানে গিয়ে তিনি দেখা করেন সংযুক্ত আরব অমরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়াউদির ও শিল্পীগোষ্ঠী লুলুর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সঙ্গে। নিউটাউনে শপিংমল গড়ে তুলবে লুলু গ্রুপ। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে তাদের সাথে মিটিং সাড়েন। তবে শিল্পের শহরে গিয়ে শুধু শিল্পের কাজই নয়, তার সাথে যোগ দেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুধু তাই নয় মমতার গলায় শোনা যায় দেশাত্মবোধক গানও।

আমরা সবাই জানি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রশাসনিক কাজেই দক্ষ নন। এর পাশাপাশি তিনি ছবিও আঁকেন, আবার মাঝে মাঝে গানও করেন। শুধু ছবি আঁকা বা গান গাওয়ার নয়, তিনি কবিতাও লেখেন। তবে এবার শিল্প শিল্পের শহরে গিয়ে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল এক হিন্দি গান। এখানে তিনি বাংলা রবীন্দ্রনাথের গান প্রাণ ভরিয়ে তৃষা করেন। এছাড়াও তিনি অ্যায় মেরে ওয়াতানকে লোগো হিন্দি গানও গেয়েছেন। এখানেই তিনি ঘোষণা করেন বাংলার প্রতিষা দিবস হিসেবে পহেলা বৈশাখে পালন করা হবে। ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরে এই বিষয়ে বিধানসভায় বিল পাস হয়।

Mamata Banerjee,Dubai,entertainment,song ae mere watan ke logoএই অনুষ্ঠানে তিনি শুধু গানই করেননি তার সঙ্গে নিজের আঁকা ছবিও উপহার দিয়েছেন । উপহার দিয়েছেন সংযুক্ত আরব অমরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়াউদিকে। উপহার দেয়ার পর তাদেরকে একসাথে ফটো তুলতেও দেখা যায়।




Leave a Reply

Back to top button