ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধ পুতিনের, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পর্যাপ্ত রুশ বাহিনীর অভাব প্রকট

রাজকুমার মণ্ডল, কলকাতা  : রুশ সেনাবাহিনীতে সেনার অভাব স্পষ্ট। ভাড়াটে সেনা (‌ Mercenaries )‌  দিয়ে যুদ্ধ চালাতে তৎপর পুতিন। যোগাযোগ করা হয়েছে রাশিয়ার প্রধান ভাড়াটে সৈন্য সরবরাহকারী সংগঠনের সঙ্গে। ইউক্রেনে যুদ্ধরত ভাড়াটে সৈন্য সূত্রের খবর রাশিয়ার গোপন সংগঠন ওয়্যাগনার গ্রুপের সদস্যদের সাথে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে কথাবার্তা চলে। ইউক্রেনে ‘পিকনিক’ করতে যাওয়ার নাম করে শুকরের চর্বি দিয়ে তৈরি খাবার ইউক্রেনিয়ান  (‌ Mercenaries )‌  খাবার ‘স্যালো’ খাওয়ানোর কথাও হয়। এমনকি আগে অপরাধের সঙ্গে যুক্ত থাকা,ঋণগ্রস্ত, ভাড়াটে কোন গ্রুপের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বা যাদের কোন পাসপোর্ট নেই এমন ব্যক্তিদের যুদ্ধে যোগ দেয়ার আবেদন আহ্বান করা হয়।

অপরাধমূলক কাজে জড়িত থাকাটা ভাড়াটে সংগঠনে যোগ দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলেও প্রয়োজন বুঝে তা সংশোধন করে নেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর জন্য প্রচুর সেনার প্রয়োজন। যোদ্ধাদের ব্যাপক চাহিদা রয়েছে। এর জন্য পুতিনকে  (‌ Mercenaries )‌  হাজার হাজার ভাড়াটে যোদ্ধা জোগাড় করতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানান মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার যোদ্ধা রাশিয়ান সেনাবাহিনীর সাথে লড়াই করতে স্বেচ্ছায় যোগ দিয়েছে। তৎক্ষনাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য থেকে আসা যোদ্ধাদের যুদ্ধে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ওয়্যাগনার গ্রুপের প্রায় ৪০০ যোদ্ধা ইউক্রেনে রয়েছে। যারা আপাতত ভাড়াটে যোদ্ধা রূপেই পরিচয় বহন করছে।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ দেশের প্রথম বৈদ্যুতিন হাইওয়ে, অটোমোবাইল যান চলাচলের কারণে সৃষ্ট দূষণ কমাবে ই-হাইওয়ে

ওয়্যাগনার যোদ্ধাদের প্রথম দিকে খারকিভে যুদ্ধ করতে যেতে হয়। নিজেদের পরিচয় গোপন করে কাজ চালিয়ে যেতে হয়েছে। ইউক্রেন আক্রমণে রাশিয়ার (‌ Mercenaries )‌   প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। বিক্ষোভের কারণে গ্রেফতার করা হয়েছে হাজার হাজার রাশিয়ার মানুষকে। নিজের দেশের মানুষকেও মুখ বন্ধ রাখার চেষ্টা করতে হয়েছে। ভাড়াটে যোদ্ধাদের ব্যবহার করে নিজের দেশের সেনার মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর সুপ্রচেষ্টা। মস্কো অবশ্য ভাড়াটে গোষ্ঠীগুলির সাথে যোগাযোগের কথা অস্বীকার করেছে প্রথম থেকেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ এড়িয়ে গেছে।




Leave a Reply

Back to top button