Alia Bhatt: বক্স অফিসে ঝড় তোলার পর এবার হলিউডে আলিয়া, জেনে নিন ছবির নাম

গঙ্গুবাই কঠিয়াওয়ারি(Gangubai Kathiawadi) মুক্তির পর দর্শকমহলে আগেই সমাদর পেয়েছেন আলিয়া ভাট(Alia Bhatt)। এবার তার মুকুটে পালক যোগ করলো একটি হলিউডের ছবি। নেটফ্লিক্সের হার্ট অফ স্টোন (Heart of Stone) ছবিতে অভিনয় করতে দেখা যাবে গঙ্গুবাইকে। এই ছবিতে তার সহ অভিনেতা হিসেবে থাকছে ওয়ান্ডার ওমান (Wander Woman) খ্যাত গাল গাদোট এবং ফিফটি শেডস অফ গ্রে ( Fifty shades of grey) খ্যাত জেমি ডর্নান।
View this post on Instagram
আরও পড়ুন:Russia-Ukraine War: পুতিন ও জেলেনস্কির মধ্যে মধ্যস্ততার বার্তা ভারতের, পুতিনকে ফোন মোদীর
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশট আলিয়া(Alia Bhatt) নিজের ইনস্টাগ্রামে আপলোড করে। তারপরেই তাতে প্রশংসার বন্যা বয়ে যায়। হৃতিক রোশান, অর্জুন কাপুর, দক্ষিণী অভিনেত্রী সমন্থা প্রভু, অনন্যা পান্ডে সহ আরো অনেক তারকা শুভেচ্ছা জানান কমেন্টে।নেটফ্লিক্স নিজেদের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ও সেখানে লেখে, “আমাদের দিন শুরু করছি একটি ঘোষণা দিয়ে (এবং চিৎকার!!!) যে @aliaabhatt হার্ট অফ স্টোন-এ অভিনয় করতে চলেছেন, @gal_gadot এবং @jamiedornan-এর সাথে একটি আন্তর্জাতিক স্পাই থ্রিলারে”
View this post on Instagram
সূত্র অনুযায়ী ছবিটির চিত্রনাট্য লিখেছে গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রডার এবং পরিচালকের ভূমিকায় থাকছেন টম হার্পের। এই ছবিটিকে একটি মহামূল্যবান প্রজেক্ট হিসেবে দেখছে নেটফ্লিক্স। সদ্য মুক্তিপ্রাপ্ত গাঙ্গুবাই কঠিয়াওয়ারি(Alia Bhatt) বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
আরও পড়ুন: “মাথায় বন্দুক ঠেকিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিল ৪০ কেজি সোনা” দাদাগিরি মঞ্চে গোকুল ডাকাতের স্মৃতিচারণ
আলিয়ার হাতে এই মুহূর্তে অনেক ছবি জমে রয়েছে। তাদের মধ্যে তার(Alia Bhatt) বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সাথে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, রণবীর সিং এর সাথে(Alia Bhatt) রকি ও রানী কি প্রেম কাহানী রয়েছে। এছাড়াও এস এস রাজামৌলি পরিচালিত আর আর আর ছবিতে বিশেষ ভূমিকায় থাকবে আলিয়া ভাট(Alia Bhatt)। এছাড়াও এক্সেল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে তৈরি জি লে জারা ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সাথে দেখা যাবে আলিয়াকে।