ভয়ঙ্কর স্ট্যান্টের শ্যুটিংয়ে শাহরুখ-দীপিকা, স্পেনে দুজনেই একান্তে ব্যস্ত

রাজকুমার মণ্ডল, কলকাতা : পাঠান ছবির শুটিং এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ( Pathaan ) । স্পেনে ভয়ঙ্কর স্টান্টের শুটিংএ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন জুটি। সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম। সম্ভবত জানুয়ারী ২০২৩ এ রিলিজ হবে। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি পাঠান দর্শকদের মনে এখন থেকেই জায়গা করে নিয়েছে। এখন সুপারস্টার শাহরুখ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্পেনে রয়েছেন। আসন্ন ছবি পাঠানের( Pathaan ) শুটিংয়ের জন্যই স্পেনে রয়েছেন দুজনে। তবে খুব শীঘ্রই শাহরুখ এবং দীপিকার স্পেনে শুটিং পর্ব শেষ হতে চলেছে।
স্পেনের ম্যালোর্কাতে শ্যুটিং চলছে। বেশ কয়েকটি দৃশ্যে মৃত্যু-প্রতিরোধী স্টান্টে এক বিশেষ শ্যুটিং পর্বে অভিনয় করছেন অভিনেতা অভিনেত্রী। এরকম দৃশ্যে অভিনয় এই প্রথম বললে ভুল হবে না। অত্যন্ত ব্যয়বহুল এবং বিলাসবহুল পরিবেশে বিশ্বের সেরা পর্যটন স্থানে শ্যুটিং( Pathaan ) চলছেই। সিদ্ধার্থ আনন্দ স্পেনের ম্যালোর্কাতে যে রকমের শ্যুটিং করাচ্ছেন, হিন্দি সিনেমায় আগে দেখা যায়নি! ম্যালোর্কার পরে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একটি অ্যাকশন শ্যুটিং এর জন্য ক্যাডিজ এবং জেরেজের দিকে যাবেন। অবাস্তব পরিস্থিতিতে মৃত্যু ও অপরাধমূলক স্টান্টের চিত্রগ্রহণ পর্ব চলবে সেখানে।

আরও পড়ুন এক যুগের অবসান, অধিনায়ক ধোনি-বিরাটকে দেখা যাবে না আইপিএল-এ
সিড আনন্দ দর্শকদের মুগ্ধ করার জন্য একটি বড় আন্তর্জাতিক সময়সূচী চেয়েছিলেন। এসআরকে-দীপিকা জুটি একেবারে সঠিক বলেছেন দর্শক। সিড চান দর্শকের গ্রহনযোগ্য জুটি বড় পর্দায় জ্বলে উঠুক। এসআরকে এবং ডিপি-এর জুটি ঐতিহাসিক ব্লকবাস্টার ( Pathaan ) হওয়ার সম্ভাবনা প্রবল করছে। সম্প্রতি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের শ্যুটিংয়ের নেপথ্যের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসআরকে-দীপিকা এর আগে ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ারের মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে সুপার ডুপারহিট হয়েছিলেন। পাঠান হল শাহরুখ খান-এর জিরো ফিল্ম। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি পাঠান, দর্শকদের মন আবার জয় করবে বলে ধারনা সিডের।