খোশমেজাজে দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক কে, ডিজনিল্যান্ডে গিয়ে তিনি কী করছেন দেখুন!
ছুটি কাটাতে ডিজনিল্যান্ডে পাড়ি জমালেন সুনক পরিবার

সারাবছর কাজের ব্যস্ততা। তার মাঝেই ছুটি বের করে পরিবারের সঙ্গে সমান কাটান নেতা-মন্ত্রীরা।
আবার কখনো অত্যাধিক ব্যস্ততায় কোপ পড়ে ছুটিতে। ফের অপেক্ষা চলে কমে মিলবে ফুরসত। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রধানমন্ত্রীর প্রতি পদক্ষেপেই নজর থাকে ক্যামেরার। ব্যস্ত প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে সময় কাটান কতক্ষণ? প্রশ্ন ওঠে তাতেও। তবে সম্প্রতি নিজের উইকএন্ড প্ল্যান ফাঁস করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সপ্তাহান্তে ডিজনিল্যান্ডে পাড়ি জমালেন তারা।
সূত্রের খবর, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন গরমের ছুটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চলেছেন তিনি ও তাঁর পরিবার। সেখানে স্ত্রী ও মেয়েদের নিয়ে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডে ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় খুব খুশি তাঁর দুই মেয়ে। জানা যায়, কিছুদিন আগে একটি রেডিও বার্তা দিয়েছেন সূনক। সেখানেই তাঁর উইক এন্ড প্ল্যান খোলসা হয়েছে। তিনি এও জানান যে তাঁর দুই মেয়ে ট্রিপটির জন্য মুখিয়ে রয়েছে। তাই তিনি ও তাঁর স্ত্রী চান ওদের এই খুশিতে সামিল হতে। এরপর এও জানা যায় যে, গোটা ট্রিপের প্যাকিং একাহাতে সামলিয়েছেন ঋষি সুনকের স্ত্রী অক্ষতা।
প্রসঙ্গত উল্লেখ্য, ছাত্রজীবনে থাকাকালীন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় স্ত্রী অক্ষতার সঙ্গে আলাপ হয় ঋষির। অক্ষতা ছিলেন ‘ইনফোসিস (Infosys)’ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা। পরবর্তীতে আলাপ পরিচয় ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঋষি-অক্ষতা। বর্তমানে প্রধানমন্ত্রীর উইকএন্ড প্ল্যান জানার পর থেকে ছবি প্রকাশের অপেক্ষায় রয়েছেন ব্রিটিশ জনসাধারণ।