Russia-Ukraine War: রাশিয়া নিজের দাবিতে অনড়, জমি ছাড়ছে না জেলেনস্কিও

একাধিকবার বৈঠকে বসলেও রাশিয়ার প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন(Russia-Ukraine War)। বৃহস্পতিবার দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে আবার আলোচনা হলেও কোনো রকম সুরাহার পথ দেখা যাচ্ছে না। ইউক্রেনের উপর রাশিয়ার হামলা করার পর ১৫ দিন কেটে গেছে, ভ্লাদিমির পুতিন আগেও জানিয়েছেন তার দাবির কথা এবং তিনি সেই দাবিতে অনড় আছেন(Russia-Ukraine War)। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি হার মানতে নারাজ। তার আহ্বানে প্রায় সমস্ত উক্রেনবাসী নিজের দেশকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে(Russia-Ukraine War)।
ইতিমধ্যেই রাশিয়া বেশ কিছু শহর নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বাকি দেশের চোখরাঙানি উপেক্ষা করে কয়েকদিন আগেই ইউক্রেনের এক হাসপাতালে আক্রমন করে রাশিয়ান সেনা বাহিনী(Russia-Ukraine War)। এই ঘটনার জেরে ১৭ জন সাধারন নাগরিক আহত হয়েছে। এদিকে ইউক্রেনের দিয়ে ধীরে ধীরে প্রায় সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনার অঙ্গীকার করেছিল কেন্দ্রীয় সরকার। আর কয়েকজন বাদে প্রায় সমস্ত ভারতবাসীকে ফিরিয়ে আনতে সক্ষম হয় ভারতীয় সরকার। ইউক্রেনের থেকে প্রথমে হাঙ্গেরি, রোমানিয়া বা পোল্যান্ড হয়ে তারপর ফিরতে হয়েছে তাদের। ভারতীয় ছাত্রদের ফিরে আসার পর এইদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি ভিডিও পোস্ট করেন টুইটারে।ভারত প্রসঙ্গে আগের সপ্তাহেই ইউক্রেনের বিদেশমন্ত্রী বিবৃতিতে জানান, “ভারত ইউক্রেনীয় কৃষি পণ্যের অন্যতম বৃহৎ ভোক্তা এবং এই যুদ্ধ চলতে থাকলে আমাদের জন্য নতুন ফসলের বীজ বপন করা কঠিন হবে। সুতরাং, বৈশ্বিক এবং ভারতীয় খাদ্য নিরাপত্তার পরিপ্রেক্ষিতে, এই যুদ্ধ বন্ধ করা উচিত”।
Welcome back home 🇮🇳!
Another batch of students returned via #OperationGanga this morning and will reunite with their families & friends.
We remain committed to the safety of every Indian citizen from Ukraine. pic.twitter.com/x831RUUWAa
— Anurag Thakur (@ianuragthakur) March 11, 2022
আরও পড়ুন: ‘ক্যাপ্টেন’ হেমাল শ্রীমালি, অটো চালকের ছেলের সেনা হওয়ার লড়াই
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে মধ্যস্থতা করার আর্জি জানিয়েছেন। সমস্ত ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শুরু করা হয়েছে মিশন ভারত। এখনও পর্যন্ত রাষ্ট্রপতি পুতিনের সাথে ৩ বার ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদমির জেলেনস্কির সাথে ২ বার ফোনে বার্তালাপ হয়েছে মোদীর(Russia-Ukraine War)।এরই মাঝে ইউনাইটেড নেশনস জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো যুদ্ধে(Russia-Ukraine War) শরণার্থীর সংখ্যা পৌঁছিয়েছে প্রায় ১,৫০০,০০০ জনের কাছাকাছি।