Russia-Ukraine Conflict : এ যেন সাইবার ঘাত-প্রতিঘাত, ইউক্রেনের পাশে নেটফ্লিক্স, রাশিয়ায় বন্ধ পরিষেবা

ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ (Russia-Ukraine Conflict) আগ্রাসী রূপ নিয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভ । এই সময়ে রাশিয়ার এই আগ্রাসনের (Russia-Ukraine Conflict) সমালোচনা করছে গোটা বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে চারদিক থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, কিন্তু রাশিয়া কারো কথাই শুনছে না, ইউক্রেনকে কোনো মূল্যে ন্যাটোতে যোগ দিতে চায় না কারণ ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ন্যাটো রাশিয়ার খুব কাছাকাছি চলে আসবে এবং ভবিষ্যতে রাশিয়ায় ন্যাটো আক্রমণ করতে পারে । এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তার জন্য লাগাতার সতর্কবার্তার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুই দেশের মধ্যে ১০ দিন ধরে যুদ্ধ চলছে। এমতাবস্থায় রাশিয়ার ওপর সব ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিছু দেশ রাশিয়াকে আর্থিকভাবে হয়রানি করার চেষ্টা করলেও কিছু দেশ রাশিয়াকে তেল সরবরাহ বন্ধ করে দেয়।

গুগলের পথে নেটফ্লিক্স। গুগল অনেক রাশিয়ান চ্যানেলও ব্লক করেছে, এখন নেটফ্লিক্সও (Netflix)বলেছে যে এটি কোনও রাশিয়ান চ্যানেল এবং পরিষেবা প্রদান করবে না। রাশিয়ান-রাষ্ট্রীয় চ্যানেলগুলি প্রাথমিকভাবে প্রোপাগান্ডা-চালিত। Netflix রাশিয়ান আইন মেনে চলতে অস্বীকার করেছে। নেটফ্লিক্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “বর্তমান বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমাদের পরিষেবাতে এই চ্যানেলগুলি যুক্ত করার কোনও পরিকল্পনা নেই’’।

 রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালানোর এক সপ্তাহ পর নেটফ্লিক্স (Netflix) রুশ চ্যানেল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেটফ্লিক্সের (Netflix) একজন মুখপাত্র সরকারি চ্যানেল সম্প্রচার না করার সিদ্ধান্ত সম্পর্কে স্ট্রিমিং কোম্পানি রাশিয়ান কর্তৃপক্ষকে জানিয়েছিল কিনা তা বলতে অস্বীকার করেছেন। Netflix এখনও রাশিয়ায় খুব নতুন এবং দেশে কোন অফিস নেই। 

এই স্থগিতের ফলে কোনও রাশিয়ান নেটফ্লিক্সে (Netflix) নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর যারা বর্তমানে নেটফ্লিক্সের (Netflix) সাবস্ক্রাইবার, তাদের রিচার্জের মেয়াদ শেষ হলে  তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে। উল্লেখ্য, মাত্র ১ দিন আগেই ‘উইন্টার অন ফায়ার’(Winter on Fire) নামে একটি ইউক্রেনিয়ান মানবধিকার বিষয়ক তথ্যচিত্র (Documentary) সকল দর্শকের জন্য বিনামূল্যে পরিবেশনা করেছে। 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আগ্রাসনের মাত্রা ছাড়িয়ে যাবার পথে। প্রাক্তন সোভিয়েত স্যাটেলাইট রাষ্ট্র ইউক্রেনের ওপর রাশিয়া ২৪ ফেব্রুয়ারি আক্রমণ করা শুরু করে। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ(Kyiv) এর কাছাকাছি পৌঁছালে ত্রাসের নতুন সমীকরণ নজরে আসে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রে বোমাবর্ষণ শুরু করলে তাতে আগুন ধরে যায়। এই খবর বিশ্বের কাছে যেন চেরনোবিলের সেই কালো রাতের কথা মনে করিয়ে দেয়। 

ইতিমধ্যেই যুদ্ধের দশম দিন অতিক্রান্ত। রাশিয়া ইউক্রেনের অন্যতম শহর ‘খারসেন’ (Kherson)দখল করে নিয়েছে। ২০০০ এর ও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন এই আগ্রাসনের শিকার হয়ে। ইউক্রেনের তরফে ও দাবী করা হচ্ছে রাশিয়ার প্রায় ৯ হাজারের ও বেশি সেনা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার বিদেশমন্ত্রীর তরফে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিনী  শহর খারসেন (Kherson) এর একটি ইউক্রেনিয়ান সেনার ক্যাম্প দখল করে নিয়েছে’।    

আরও পড়ুন হট অবতারে ধরা দিলেন ‘তারক মেহতা’ অভিনেত্রী নিধি ভানুশালি,সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল প্রকাশিত ছবি

আরও পড়ুন দীর্ঘদিন পর বড় পর্দায়,এবার নন্দিতা দাসের পরিচালনায় অভিনয় করবে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা




Leave a Reply

Back to top button