Russia Ukraine Crisis : পড়াশোনার সূত্রে ছেলে রয়েছে ইউক্রেনে, তীব্র আতঙ্কে দিন কাটছে বাংলার মণ্ডল পরিবারের

বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে আটটা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। তারপরই শুরু হুলুস্থুল। ইউক্রেনের বিদেশমন্ত্রী তখনই জানান দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জয়ী হবে( Russia Ukraine Crisis )।

Russia Ukraine Crisis

বিশেষ সূত্রে জানা যাচ্ছে এখনও অবধি ইউক্রেন হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। তার মধ্যে ৪০ জন সৈনিক ও ১০ জন সাধারণ মানুষ । ইউক্রেনের ( ukrain ) প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কি সদ্য মৃতের সংখ্যা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। এইসমস্ত খবর দেখে ইতিমধ্যেই দুশ্চিন্তায় রয়েছেন তিনবছর আগে নিজের ছেলেকে পড়াশুনার জন্য ইউক্রেনে পাঠানো এক অভিভাবক( Russia Ukraine Crisis News )।

বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা। অভিভাবকের নাম শিক্ষক রামপদ মণ্ডল ও চন্দনা মণ্ডল। তাঁদের একমাত্র সন্তান তিন বছর আগে ২০১৯ সালে ইউক্রেনে গিয়েছিল মেডিক্যালের জন্য পড়তে। বর্তমানে তিনি রয়েছেন ইউক্রেনের দিনাপ্রো পেট্রোভ্যাকক্স শহরে। পড়ছেন দিনাপ্রো পেট্রোভ্যাদক্স মেডিক্যােল ইনস্টিটিউটে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমন করছিল সেই দৃশ্য দেখে তাঁর পরিবার আরও উদ্বেগ ও আতঙ্কে জর্জরিত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই তারা জানান তাঁরা বহুবার চেষ্টা করেছেন যোগাযোগ করতে ছেলে অর্পণের সঙ্গে। বিশেষ সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের সহযোগিতার দ্বারা প্রায় বেশ কিছু ভারতীয় পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরতে পেরেছেন। তবে রাশিয়ার হামলার পর পরই এয়ার ইন্ডিয়ার একটি বিমান পাঠায় বাকি ছাত্রছাত্রীদের উদ্ধারের জন্য। কিন্তু সেখানে গিয়ে কাউকে না নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার সেই বিমান। যার জন্য আটকে রয়েছেন অর্পণের মতো অনেক ছাত্রছাত্রী ইউক্রেনে এই বিপদজনক পরিস্থিতিতেও।

এইসবকিছু মিলিয়ে একপ্রকার উদ্বেগ ও আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন বসিরহাটের অর্পণের পরিবার। উল্লেখ্য তাঁরা জানিয়েছেন, তাদের সঙ্গে অর্পণ সোশ্যাল মিডিয়া মারফৎ যোগাযোগ করেছেন। কিন্তু মা বাবার মন হুহু করছে টিভির পর্দায় ইউক্রেনের ওই পরিস্থিতি দেখে। তাদের একটাই আহ্বান অবিলম্বে তাঁর সন্তানসহ ভারতীয় সমস্ত পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনুক ইয়ার ইন্ডিয়ার বিমান।

আরও পড়ুন : Tathagata Mukherjee-Deblina Dutta : বিচ্ছেদ ভুলে গিয়ে ফের একসঙ্গে প্রাক্তন জুটি ! বিপননী সংস্থার প্রচারে আবারো ঘনিষ্ঠ হল দেবলিনা-তথাগত




Leave a Reply

Back to top button