পাওয়া গেছে চলমান চুল্লির হদিশ , গোপনে পুড়ছে রাশিয়ান সৈন্যের দেহ

সারা বিশ্ব এখন তোলপাড় রাশিয়া ও ইউক্রেনের ( Russia Ukraine News )যুদ্ধের দিকে । এই যুদ্ধের প্রভাব কেবল যুদ্ধ স্থানেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে । রাশিয়া ও ইউক্রেনের ( Russia Ukraine News ) যুদ্ধের মাঝেই আরও একটি খবর হঠাৎ তোলপাড় শুরু করে দিয়েছে সেটা হল পশ্চিমের সংবাদমাধ্যম মারফত জানা গেছে একধরনের জ্বলন্ত চুল্লিতে ঢুকিয়ে ভ্যানিশ করা হচ্ছে রাশিয়ান সৈন্যদের ।

আরও পড়ুন …………… Volodymyr Zelenskyy Dance যুদ্ধ আবহেই শোরগোল নেট দুনিয়ায়, মুহূর্তেই ভাইরাল ইউক্রেনের প্রেসিডেন্টের নাচের ভিডিও

এক প্রকার ট্রাকের মত দেখতে একধরনের চুল্লি ইউক্রেনে ( Russia Ukraine News ) প্রবেশ করছে বলে জানা গেছে আন্তর্জাতিক তথ্যসুত্র থেকে । বড় বড় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে পুতিনবাহিনী রাশিয়ান সেনাদের দেহ ভ্যানিশ করার জন্যই এরুপ ট্রাকগুলোকে লোকচক্ষুর আড়ালে ইউক্রেনে প্রবেশ করাচ্ছে । এরপর এই চুল্লির মধ্যেই রাশিয়ান সেনাদের মৃতদেহকে পাচার করে ভ্যানিশ করছে ।

পাওয়া গেছে চলমান চুল্লির হদিশ , গোপনে পুড়ছে রাশিয়ান সৈন্যের  দেহ

আরও পড়ুন ………..Gangubai Kathiawadi: মুক্তি পেতেই লক্ষ্মীলাভ বক্স অফিসে , দ্বিতীয় দিনেও ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ এর ঝুলিতে ১৩ কোটি

যুদ্ধ বিশারদরা জানিয়েছেন এটি একটি সুকৌশল । এই কৌশল অবলম্বন করে মৃত সৈন্যদের প্রকৃত সংখ্যা চাপা দেওয়া হয় । ‘ চলমান শশ্মান ‘ এর ছবি বহির্বিশ্বে প্রকাশিত হওয়ার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে । আন্তর্জাতিক মহলে রাশিয়ার এই রণকৌশল যথেষ্ট ঘৃণিত হয়েছে ও রাশিয়ার ( Russia Ukraine News ) অভ্যন্তরেও নাগরিকেরা পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বলে তথ্য মারফত জানা গেছে ।




Leave a Reply

Back to top button