Russia-Ukraine War: ইউক্রেনকে অস্ত্রের মাধ্যমে সাহায্য ন্যাটো-র, কিন্তু পরিসংখ্যান দিচ্ছে অন্য হিসেব

প্রায় চারদিন ধরে চলা দীর্ঘ সামরিক অভিযানের পর রাশিয়া শতাধিক ট্যাঙ্কসহ প্রায় ৬৪ কিমি দীর্ঘ সেনাবাহিনী পাঠিয়েছে ইউক্রেনের রজধানী কিভের সীমানায়। ম্যাকসার দ্বারা প্রদত্ত উপগ্রহ চিত্রে তা প্রথম দেখা যায় (Russia-Ukraine War) । এই মুহূর্তে রাশিয়ান বাহিনীর প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানীকে নিজের বশে আনা। রুশ সেনাবাহিনী ইভানকিভ শহরে সাধারন ঘরবাড়ি বোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে, এমন খবরও সামনে আসছে।
অন্যদিকে খারকিভে রুশ সেনাবাহিনীর শেলিংয়ে মৃত্যু ঘটেছে একজন ভারতীয় ছাত্রের। ইতিমধ্যেই মোট ৪০০০ এর বেশি মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে । ন্যাটো দেশগুলো ইতিমধ্যেই নানা রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার রাষট্রপতি ব্লাদিমীর পুতিনের উপর চাপ সৃষ্টি করেছে।অনেক দেশ অস্ত্র প্রদান করে সাহায্যের হাত বাড়িয়েছে ইউক্রেনের দিকে (Russia-Ukraine War) ।
আরও পড়ুন:ট্রেনের কামরায় রুপান্তরকামীর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেতা রাজপাল যাদব ! কিন্তু কেন , তোলপাড় নেট দুনিয়া
জার্মানি, জাপান সহ পশ্চিমী দেশগুলো প্রযুক্তির মাধ্যমে বন্ধুত্ব প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিশিষ্ট যুদ্ধবিশেষজ্ঞরা মনে করেন না এতে তেমন কোনো লাভ হবে, কারন এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে বড় অভাব সৈনিকদের (Russia-Ukraine War)। রাশিয়ার বিপুল পরিমান সৈন্যদলের সাথে লড়াই করা করার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি আহ্বান জানিয়েছেন সাধারন নাগরিককে। সদ্যবিবাহিত নবদম্পতি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষরা যোগ দিয়েছেন তার এই আহ্বানে। কিন্তু যুদ্ধবিশেষজ্ঞরা প্রশ্ন করছেন, এতে কোনো লাভ হবে কি?
কারন রাশিয়া অনেকদিন ধরেই ইউক্রেনের সীমানায় সেনা মোতায়েন করে রেখেছিল, পশ্চিমী দেশগুলো রাশিয়াকে বারবার চোখ রঙালেও পুতিন তাতে বিশেষ কর্নপাত করেনি। চায়না অবশ্য পুতিনের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে।
আরও পড়ুন: মৃত্যু সংবাদে বিধ্বস্থ সোলাঙ্কি, সদ্যোজাত মেয়ের পর বাবার মৃত্যুসংবাদ
রাশিয়া যে এরপর কোনোমতেই পিছু হটবে না, তা প্রায় সবাই অনুমান করতে পারছে। এছাড়াও যুদ্ধবিমান হোক কিংবা সেনাসংখ্যা সব দিক দিয়েই ইউক্রেনের থেকে এগিয়ে রাশিয়া। রাশিয়ার যুদ্ধবিমান প্রায় ১৫১১টি আর ইউক্রেনের মাত্র ৯৮, এছাড়াও আক্রমণকারী হেলিকপ্টারের সংখ্যা রাশিয়ার ৫৪৪ আর সেখানে দাঁড়িয়ে ইউক্রেনের কাছে মাত্র ৩৪টি। ইউক্রেনের সরকার ও সাধারন নাগরিকরা পুতিনকে বুঝিয়ে দিয়েছেন যে এই লড়াই জেতা অত সহজ নয়। শেষপর্যন্ত কি ইউক্রেনবাসী পারবে নিজের মাটিকে আকড়ে রাখতে নাকি স্রেফ সংখ্যার নিরিখেই জয় হবে রাশিয়ার?(Russia-Ukraine War)