Russia-Ukraine war: দেশের অন্দরেই গড়ে উঠছে পুতিন বিরোধী কণ্ঠ, বিক্ষোভ রুখতে ফেসবুকের উপর বিধিনিষেধ চাপাল রাশিয়া

প্রত্যুষা সরকার, কলকাতা: গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার মধ্যে তিব্র যুদ্ধ ( Russia-Ukraine war )। ইউক্রেনে (Ukraine) হামলা চালানোয় একদিকে যেমন চটেছে ন্যাটো(NATO)-র সদস্য দেশগুলি, তেমনই আবার এই যুদ্ধে একেবারেই খুশি নন রাশিয়া(Russia)-র সাধারণ মানুষ। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারই প্ল্যাকার্ড, পতাকা হাতে প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান চালানোর নিন্দা করে পথে নামেন কয়েকশো মানুষ। দেশের মানুষের বিক্ষোভের মুখে পড়ে এবার আরও কঠোর হল রুশ প্রশাসন। বিক্ষভ রুখতে শুক্রবারই প্রশাসনের তরফে ফেসবুক(Facebook)-র উপর আরোপ করা হচ্ছে আংশিক বিধিনিষেধ ।

Russia-Ukraine war

ফেসবুকে নিষিদ্ধ রাশিয়ান মিডিয়া

রাশিয়া দাবি করেছে যে ফেইসবুক রাশিয়ার রাষ্ট্র-সংযুক্ত চারটি মিডিয়া আউটলেট, টেলিভিশন নেটওয়ার্ক জেভেজদা, নিউজ এজেন্সি আরআইএ নভোস্তি এবং ওয়েবসাইট লেন্টা.রু এবং গাজেটা-রুর -এর উপর নিজস্ব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়। এই দাবীতে রাশিয়ায় জারী করা হয়েছে এমন নিষেধাজ্ঞা। রাশিয়ার নিজস্ব সংবাদমাধ্যম রসকমনাজোরের তরফে জানানে হয়েছে এটি এই ব্যবস্থাগুলি বাস্তবায়ন করবে, যা নির্দিষ্ট করা হয়নি।তবে সূত্রের খবর, ইউক্রেনের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ক্রেমলিনের সমর্থনপ্রাপ্ত একাধিক সংবাদমাধ্যম যেভাবে সোশ্যাল মিডিয়ায় মস্কোকে নিশানা বানিয়েছে, তার আঁচ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়া থেকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রশাসন। এদিকে, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপ করার প্রসঙ্গে রসকমনাজোর জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলি থেকে এমন কিছু তথ্য পোস্ট করা হচ্ছে, যা বিশ্বাস ও নির্ভরযোগ্য নয় ( Russia-Ukraine war )। সেই কারণে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা ও তথ্যের অধিকার নিশ্চিত করতেই ‘সার্চ রেজাল্টে’ কিছু নিষেধাজ্ঞার বেড়া পরানো হয়েছে।

রাশিয়ান সরকার- এর দাবী

রাশিয়ান সরকারের দাবি এবং প্ল্যাটফর্মে রাষ্ট্র-সমর্থিত মিডিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে সে সম্পর্কে মন্তব্য করার জন্য টেকক্রাঞ্চের অনুরোধে সাড়া দেয়নি ফেসবুক। আপাতত, রাশিয়ান ফেসবুক ব্যবহারকারীদের জন্য আংশিক বিধিনিষেধের অর্থ কী বা সেই সীমাবদ্ধতাগুলি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মগুলিতে প্রসারিত হবে কিনা তা স্পষ্ট নয়। রাশিয়ার নিজস্ব সংবাদমাধ্যমের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছিল, শুক্রবার থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে। রাশিয়ার সংবাদমাধ্যমের সুরক্ষার কথা ভেবেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Russia-Ukraine war

ভিপি নিক ক্লেগ – এর মন্তব্য

মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স ভিপি নিক ক্লেগ টুইটারে পরিস্থিতির বিস্তারিত বর্ণনা করেছেন, ইঙ্গিত করে যে রাশিয়ান অনুরোধটি ফেসবুক-এর ফ্যাক্ট-চেকিং অনুশীলন বা রাষ্ট্র-চালিত মিডিয়া অ্যাকাউন্টগুলির লেবেল করার নীতির প্রতিক্রিয়া হিসাবে এসেছে। ক্লেগ লিখেছেন, “সাধারণ রাশিয়ানরা মেটা-এর অ্যাপস ব্যবহার করছে নিজেদের প্রকাশ করতে এবং কর্মের জন্য সংগঠিত করতে।”

আরও পড়ুন – “কাকভোরে আনিসের মৃত দেহ চুরি করতে এসেছিল পুলিশ” বিস্ফোরক মৃত আনিসের বাবা সালেম খান

ক্ষুব্ধ সাধারণ মানুষ

বৃহস্পতিবার ইউক্রেনের ( Russia-Ukraine war )৷ উপরে সামরিক অভিযান শুরু করার পরই বিকেল থেকে রাশিয়ার রাস্তায় নামে বহু বিক্ষোভকারী। ‘যুদ্ধ নয়, যুদ্ধ নয়’ বলে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় জড়ো হওয়া কয়েক হাজার রুশ নাগরিক ইউক্রেনের প্রতি সমবেদনা জানিয়ে, যুদ্ধ বন্ধ করার আর্জি জানান।

আরও পড়ুন – বদলে গেল ‘ মিঠাই ‘ ! তাহলে কে হতে চলেছে নতুন ‘ মিঠাই ‘




Leave a Reply

Back to top button